Wild Elephant : সামনে হঠাৎ ‘বুড়ো দাঁতাল’! জাতীয় সড়কে জমল ভিড়, ছবি তুলতে হুড়োহুড়ি পথচারী-চালকদের
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Wild Elephant : নিমতি এলাকায় হটাৎ দেখা বুড়ো দাঁতালের। জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হলেও। বুড়ো দাঁতালকে সামনে থেকে দেখে খুশি সকলে। ছবিও তুললেন পথচারী, গাড়ি চালকরা।
advertisement
1/5

<strong>কালচিনি, অনন্যা দে:</strong> নিমতি এলাকায় হটাৎ দেখা বুড়ো দাঁতালের। জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হল। বুড়ো দাঁতালকে সামনে থেকে দেখে খুশি সকলে।ছবিও তুললেন পথচারী থেকে শুরু করে গাড়ির চালকরা।
advertisement
2/5
দুদিকে জঙ্গল মাঝ দিয়ে চলে গিয়েছে জাতীয় সড়ক। নিমতি এলাকা দিয়ে যাওয়া যায় অসম। এই রাস্তা দিয়ে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় আলিপুরদুয়ার শহরে। তবে এই রাস্তায় মাঝে মধ্যে দেখা যায় বন্যপ্রাণী।
advertisement
3/5
তবে বুড়ো দাঁতালকে বারবার এই রাস্তায় দেখতে চায় সকলে। বুড়ো দাঁতাল একা থাকে। দলের সঙ্গে কোনও সময় দেখা যায় না তাকে। বক্সা জঙ্গলের বুড়ো দাঁতালের প্রতি মায়া রয়েছে সকলের।
advertisement
4/5
বুড়ো দাঁতাল এদিন আকাশ মেঘলা থাকায় বেরিয়ে আসে জঙ্গল থেকে। রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যায় তাকে। হাতিটি প্রায় কুড়ি মিনিট রাস্তায় থাকে। যার ফলে যান চলাচল বন্ধ হয় ।
advertisement
5/5
গাড়ি চালক অভিষেক শা জানান, "অসমের পথে যাচ্ছিলাম। হটাৎ দেখি রাস্তায় ভিড়। এরপর গাড়ি দাঁড় করিয়ে সামনে এগোতে দেখি হাতিটিকে। পথচারীরা বুড়ো দাঁতাল, বুড়ো দাঁতাল বলে ডাকছিল।"