Manasa Puja 2024: এ যেন বিরল দৃশ্য...! মনসা পুজোর আগে এটা কী ঘটল? তোলপাড় গোটা এলাকা
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Annanya Dey
Last Updated:
Manasa Puja 2024: কালচিনি বাগানে শনি দেবের মন্দিরে দেখা গেল বিরল দৃশ্য। যা দেখে আশ্চর্য সকলে। শনি দেবের গলায় পেঁচিয়ে কোবরা সাপ। এই দেখে মন্দিরে পুজো দেওয়ার ঘটা দেখা যায়।
advertisement
1/5

মনসা পুজোর আগে আশ্চর্যকর দৃশ্য দেখলেন কালচিনি চা বাগানের মানুষেরা৷
advertisement
2/5
একটি শনি মন্দিরে দেবতার গলায় পেঁচিয়ে থাকতে দেখা গেল কোবরা সাপকে৷
advertisement
3/5
এই দৃশ্য প্রথমে দেখেন এলাকার বাসিন্দা বিমল থাপা। এরপর তিনি সকলকে ডাক দেন।
advertisement
4/5
এই ঘটনা ভগবানের চমৎকার ভেবে মন্দিরে পুজো দেওয়ার ঘটা দেখা যায় এলাকাবাসীদের মধ্যে৷
advertisement
5/5
বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীদের খবর দেওয়া হয়। তারা এসে সাপটি কোবরা বলে চিহ্নিত করেছেন। উদ্ধারের চেষ্টা চলছে।