West Bengal Weather Update: ৪৮ ঘণ্টা পর্যন্ত আবহাওয়ার বড় বদল, কোথাও বাড়ছে তাপমাত্রা, ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
West Bengal Weather Update: পাহাড়ে বৃষ্টি সমতলে রোদের ঝলক! জানে নিন উত্তরের আবহাওয়ার আপডেট
advertisement
1/7

পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা এছাড়াও আরও একটি সাইক্লোনিক সার্কুলেশনও রয়েছে৷ এর জেরে একাধিক রাজ্য ফের একবার ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে৷ এছাড়াও একাধিক রাজ্যে বজ্র -বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি রয়েছে৷
advertisement
2/7
এর জের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি আলাদা আলাদা থাকবে৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এছাড়া এই পরিস্থিতির জেরা দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না, পাশাপাশি তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে৷
advertisement
3/7
সমতল জুড়ে রোদের ঝলকানি অন্যদিকে থমথমে আকাশ শৈলসহরে।মেঘে ঢাকা আকাশ আর কুয়াশার মাঝেই ফের একবার দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা।
advertisement
4/7
সোমবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মেঘে ঢাকা আকাশে ঝলমলে রোদের খেলা আবার মাঝে মাঝে বৃষ্টিপাত।একদিকে ঘন কুয়াশা অন্যদিকে বৃষ্টি সবমিলিয়ে নাজেহাল অবস্থা।
advertisement
5/7
চলতি সপ্তাহ জুড়েই উত্তরের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস তার মাঝেই তুষারপাতের সম্ভাবনা। উত্তরের উঁচু পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সমতল জুড়ে শুষ্ক আবহাওয়ার সঙ্গে ঝলমলে রোদ।
advertisement
6/7
চলতি সপ্তাহ জুড়েই উত্তরের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস তার মাঝেই তুষারপাতের সম্ভাবনা। উত্তরের উঁচু পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সমতল জুড়ে শুষ্ক আবহাওয়ার সঙ্গে ঝলমলে রোদ।
advertisement
7/7
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে কনকনে ঠান্ডা থাকলেও সমতল জুড়ে উষ্ণতার ছোঁয়া। সবকিছু পাশাপাশি ফের একবার তুষারপাতের সম্ভাবনা পর্যটকদের মনে নতুন করে আশা জাগাচ্ছে।