Sharp Rise In Temperature: পরীক্ষা শেষ হতেই উত্তরে পাড়ি ঠান্ডার আশায়, ‘সে গুড়ে বালি’, একধাক্কায় লাফিয়ে বাড়বে তাপমাত্রা, রইল ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
West Bengal Weather Update: পাহাড়ে ২৩ ডিগ্রি সমতলে ৩o ডিগ্রি পার! বসন্তে এই গরম হাওয়া উত্তরবঙ্গ জুড়ে! গ্রীষ্মের প্রখর দাবদহে ভুগবে গোটা উত্তরবঙ্গবাসী
advertisement
1/5

বৃষ্টির পরে এই পাহাড় থেকে সমতলে রোদের ঝলকানি। শীত বৃষ্টিকে বিদায় জানিয়ে এবার উত্তরে গ্রীষ্মের আগমন। বসন্তের মাঝেই তীব্র গরমে নাজেহাল উত্তরবঙ্গবাসী।
advertisement
2/5
মঙ্গলবার সকাল থেকেই শৈল শহরে ঝলমলে রোদ সমতলের তাপমাত্রা ৩০° পার। ঝলসানো গরমে নাভিশ্বাস দশা।শুক্রবারের পর থেকে পাহাড় থেকে সমতল ফের ভোল পাল্টাবে আবহাওয়া ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা শীতের দাপট। দিনের সাথে সাথে পারদ আরও বাড়বে বৃষ্টির শেষেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া। সমতলের পাশাপাশি পাহাড়েও চোখ রাঙাচ্ছে সূর্য।
advertisement
4/5
আই এম ডি এর রিপোর্ট অনুযায়ী, আগামী ৪-৫ দিন রোদের প্রখর তাপে ঘাম ঝরবে উত্তরবঙ্গবাসীর। সমতলের পাশাপাশি উত্তরের পার্বত্য এলাকাগুলিতেও হুড়মড়িয়ে বাড়ছে তাপমাত্রা। পাহাড়েও গরম পড়তে আর বেশিদিন নেই।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে নাজেহাল গরম তারপরেই প্রত্যেকটি জেলায় বৃষ্টি পরেই ধীরে ধীরে বাড়বে পারদ।নাজেহাল গরমে অতিষ্ঠ হবে উত্তরবঙ্গবাসী।