Snowfall: পাহাড়জুড়ে শিলাবৃষ্টি! বরফে ঢাকল সান্দাকফু, সে দৃশ্য ভোলার নয়
- Written by:Partha Pratim Sarkar
- Published by:Rachana Majumder
Last Updated:
এই মূহূর্তে যাঁরা শৈলশহরে গিয়েছেন, তাঁদের কাল সকালের ডেস্টিনেশন যে হবে বরফে মোড়া সান্দাক-ফু, তা বলাই বাহুল্য!
advertisement
1/11

আশঙ্কাই সত্যি হল! পাহাড়জুড়ে শিলাবৃষ্টি। দার্জিলিংয়ের সান্দাকফু ঢাকল সাদা বরফে!
advertisement
2/11
মার্চের তৃতীয় সপ্তাহে তুষারপাত, শেষ কবে হয়েছিল, মনে করতে পারছেন না অনেকেই।
advertisement
3/11
এই মূহূর্তে যাঁরা শৈলশহরে গিয়েছেন, তাঁদের কাল সকালের ডেস্টিনেশন যে হবে বরফে মোড়া সান্দাক-ফু, তা বলাই বাহুল্য!
advertisement
4/11
পূর্বাভাস ছিলই। সন্ধে নামার সঙ্গে সঙ্গে শুরু হল ঝড় ও শিলাবৃষ্টি৷ আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গা কার্যত বিদ্যুতহীন হয়ে পড়েছে৷ চলছে প্রচন্ড ব্জ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ও শিলা বৃষ্টি।
advertisement
5/11
ঝোড়ো হওয়ার দাপটে ডুয়ার্সের ওদলাবাড়ি পার্কের পাশে ৩১ নং জাতীয় সড়কে ওপরে পড়ে যায় বিশাল গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের তার এবং খুঁটি। যার ফলে ওদলাবাড়ি এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। জাতীয় সড়কে গাছ পড়ে যাওয়ায় যায় চলাচল স্তব্ধ হয়ে যায়। যান চলাচল স্বাভাবিক করতে ইতিমধ্যে গাছ কাটার কাজ চলছে।
advertisement
6/11
ঘুম স্টেশনে শিলাবৃষ্টি! এক পলকে দেখলে মনে হবে যেন অঝোরে তুষার ঝরছে! আপনমনে সাদা বরফের টুকরো ঝরছে। মুহূর্তেই অপূরূপ হয়ে ওঠে স্টেশনের চারপাশ। যেন শ্বেতশুভ্র তুষারে ঢাকা পড়ে গিয়েছে উচ্চতম এই রেলস্টেশন৷
advertisement
7/11
দু'দিন আগে পূর্ব সিকিম জুড়ে ছিল ব্যাপক তুষারপাত। আর আজ গ্যাংটক, নামচি, প্যাকিয়ং, মঙ্গন, টেডংয়ে ব্যপক শিলাবৃষ্টি। মূহূর্তেই চারপাশ সাদা আর সাদা। দূর থেকে দেখলে মনে হবে যেন সাদা বরফের চাদরে মোড়া পাহাড়ি পথ!
advertisement
8/11
হাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে। উত্তরবঙ্গ দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি আসছে মাঝে মধ্যে। আগামী ৩ দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়।
advertisement
9/11
ইতিমধ্যেই উত্তর সিকিমের লাচেন, পূর্ব সিকিমের ছাঙ্গু লেক বরফে ঢেকে গিয়েছে । ছাঙ্গু লেক পর্যন্ত পর্যটকদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।
advertisement
10/11
*ভূপৃষ্ঠ গরম হওয়ায় অস্বস্তি আরও বাড়বে। সন্ধ্যের পর পাহাড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে দার্জিলিংয়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে অস্বস্তির মধ্যে স্বস্তি একটাই, বসন্ত ঝড়-জলে নষ্ট হওয়ার সম্ভাবনা কম। ফাইল ছবি।
advertisement
11/11
তবে এই তুষারপাত স্বাভাবিকভাবেই মন ভরিয়েছে পর্যটকদের৷ আপাতত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে৷ দক্ষিণবঙ্গের জেলাগুলির মতো উত্তরবঙ্গের জেলাতেও একইরকম ভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ঝোড়ো হাওয়া বইবে৷