West Bengal Weather Update: 'শীতের হাওয়ায় লাগল নাচন', কনকনে ঠাণ্ডায় কাঁপছে দার্জিলিং-কালিম্পং! পারদ নামল সমতলেও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
West Bengal Weather Update: অবশেষে ফের শীতের স্পেল শুরু উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবারের উত্তরের আবহাওয়ার বড় আপডেট জেনে নিন।
advertisement
1/9

শীতের দেখা নেই বেশ কয়েকদিন। কিন্তু অবশেষে ফের শীতের স্পেল শুরু উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবারের উত্তরের আবহাওয়ার বড় আপডেট জেনে নিন। এককথায় মন ভাল করা ওয়েদার উত্তরবঙ্গে। কনকনে ঠাণ্ডায় কাঁপছে দার্জিলিং, কালিম্পং, পারদ নামল সমতলেও। (রিপোর্টার-- পার্থপ্রতিম সরকার)
advertisement
2/9
শিলিগুড়িতে রৌদ্রজ্জ্বল আবহাওয়া। কাঞ্চনজঙ্ঘার দর্শন সমতল থেকেই মিলছে। তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
3/9
দার্জিলিংয়ে বেশ ঠাণ্ডা। মেঘের ভেলা নীল আকাশের গায়ে। তাপমাত্রা নেমেছে ৬-৭ ডিগ্রি। ম্যালে জমজমাটি আড্ডা। ফেস্টিভ মুডে বাঙালি।
advertisement
4/9
কালিম্পংয়েও কনকনে ঠাণ্ডা। পারদ নামল ৮-এ। হালকা রোদ। উপভোগ্য ওয়েদার।
advertisement
5/9
জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.০৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
6/9
ডুয়ার্সেও রোদ ঝলমলে সকাল। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। শীতল হাওয়া বইছে।
advertisement
7/9
আলিপুরদুয়ারে রোদ ঝলমলে সকাল। সর্বনিম্ন ১৩ ডিগ্রি। কোচবিহারে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের অনুভূতি রয়েছে।
advertisement
8/9
উত্তর দিনাজপুরে রোদ ঝলমলে। শীতের আমেজ। তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি। ইসলামপুরেও পরিষ্কার রোদ ঝলমলে আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
9/9
দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আকাশ। বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.০৩ ডিগ্রি সেলসিয়াস। (রিপোর্টার-- পার্থপ্রতিম সরকার)