West Bengal Weather Forecast: উত্তর-দক্ষিণ, বাংলার কোথাও নেই বৃষ্টির সম্ভাবনা! কবে বিদায় নেবে বর্ষা? শীতের কী আপডেট দিচ্ছে আবহাওয়া দফতর
- Published by:Madhab Das
- local18
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
বর্ষার বৃষ্টি এবার রাজ্য কাঁপানোর পর অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহ উত্তর হোক বা দক্ষিণ, বঙ্গের কোথাও সতর্কতা নেই।
advertisement
1/6

বর্ষার বৃষ্টি এবার রাজ্য কাঁপানোর পর অবশেষে স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহ উত্তর হোক বা দক্ষিণ, বঙ্গের কোথাও সতর্কতা নেই। এরপরই প্রশ্ন উঠছে তাহলে কী বর্ষা বিদায় নিল? বর্ষা বিদায় শেষে শীত কবে পড়বে?
advertisement
2/6
আবহাওয়া দফতরের তথ্য থেকে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে বর্ষার বিদায় ঘন্টা বেজে গিয়েছে। ধীরে ধীরে সে পাকাপাকিভাবে এই মরশুমের জন্য বিদায় নিতে চলেছে। আর বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গেই বৃষ্টি কমেছে রাজ্যে। বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে শুষ্ক আবহাওয়ার খেলা। শুষ্ক এই আবহাওয়ার খেলা দিচ্ছে শীতের আগমনী বার্তা। আবহাওয়ার বদল ঘটলেও দক্ষিণবঙ্গের হাতেগোনা কয়েকটি জেলায় সোমবার ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিলতে পারে। বাকি সমস্ত জেলা থাকবে শুষ্ক।
advertisement
3/6
অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর রাখলে যা জানা যাচ্ছে তাতে দুর্যোগ কাটিয়ে চেনা ছন্দে পাহাড়। আবহাওয়ার অনুকূল পরিবেশের কারণে কুয়াশাচ্ছন্ন পাহাড়ে মনোরম পরিবেশ মন গলাবে পর্যটকদের।
advertisement
4/6
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সোমবার শিলিগুড়ির আকাশ পরিষ্কার ও রোদ ঝলমেলে দিনের দেখা পাওয়া যাবে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির ছিল বলেই জানা গিয়েছে।
advertisement
5/6
দার্জিলিংয়ে হালকা রোদের সঙ্গে কুয়াশা ও মেঘেরও দেখা মিলবে। কালিম্পংয়ের আকাশ ও হালকা মেঘলা থাকবে, তবে হালকা রোদের দেখানো পাওয়া যাবে।
advertisement
6/6
অন্যদিকে জলপাইগুড়ি, ডুয়ার্স, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহ, দক্ষিণ দিনাজপুরের মতো উত্তরবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে। পাশাপাশি এই সকল জেলাতেও শুষ্ক আবহাওয়ার খেলা শুরু হয়েছে। ঠিক যেন শীতের আগমন শুধু সময়ের অপেক্ষা।