TRENDING:

Cold Wave Alert: ঘন কুয়াশার চাদরে মুড়ে জেলার পর জেলা, শৈত্যপ্রবাহ থেকে মুক্তি নেই, ঝপাঝপ নামছে তাপমাত্রা

Last Updated:
Fog Alert: Cold Wave Alert: উত্তরবঙ্গে শীতের দাপট, ঘন কুয়াশায় থমকে সকালের শহরজীবন
advertisement
1/5
ঘন কুয়াশার চাদরে মুড়ে জেলার পর জেলা, শৈত্যপ্রবাহ থেকে মুক্তি নেই, ঝপাঝপ নামছে তাপমাত্রা
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : ২০২৬ সালের শুরুতেই শীতের কড়া দাপটে কাঁপছে উত্তরবঙ্গ। ভোরের আলো ফোটার আগেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে একের পর এক শহর। মালদা, দার্জিলিং, শিলিগুড়ি থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়ি—সর্বত্রই কুয়াশা আর ঠান্ডার যুগলবন্দিতে বদলে যাচ্ছে সকালের চেনা ছবি।
advertisement
2/5
তাপমাত্রার পারদও একাধিক জেলায় বেশ নিচে নেমে এসেছে। দার্জিলিংয়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.০৮ ডিগ্রি, কালিম্পংয়ে ১৪ ডিগ্রি ও মালদায় ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি, জলপাইগুড়িতে ১৮.১ ডিগ্রি এবং কোচবিহারে ১৯.৬ ডিগ্রি। তুলনামূলকভাবে আলিপুরদুয়ার (২০ ডিগ্রি), উত্তর দিনাজপুর (২১.৩ ডিগ্রি) ও দক্ষিণ দিনাজপুরে (২১ ডিগ্রি) ঠান্ডা কিছুটা কম হলেও শীতের প্রভাব স্পষ্ট।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। এর প্রভাব পড়ে স্বাভাবিক জনজীবনে ও যান চলাচলে। জাতীয় সড়ক ও শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে গাড়িচালকদের হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে দেখা যায়। কোথাও কোথাও বাস ও পণ্যবাহী গাড়ির গতি কমে যাওয়ায় সাময়িক যানজটও তৈরি হয়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
শীতল হাওয়া আর সূর্যের অনুপস্থিতিতে সকালের ঠান্ডার অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে। সাধারণ মানুষ বেরোচ্ছে গরম পোশাকে নিজেদের মুড়ে। চায়ের দোকান, ফুটপাথের ধারে ভিড় বাড়ছে গরম চা আর ধোঁয়া ওঠা খাবারের আশায়—যা শীতের সকালের চেনা ছবি হলেও এ বছরের শুরুতে তা যেন আরও বেশি চোখে পড়ছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আরও কয়েকদিন এই শীত ও কুয়াশার দাপট বজায় থাকতে পারে। বিশেষ করে সকাল ও রাতের দিকে কুয়াশার প্রভাব অব্যাহত থাকবে। সব মিলিয়ে, ২০২৬ সালের শুরুতেই উত্তরবঙ্গবাসীর কাছে শীত তার বাস্তব উপস্থিতি জোরালোভাবেই জানান দিচ্ছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Cold Wave Alert: ঘন কুয়াশার চাদরে মুড়ে জেলার পর জেলা, শৈত্যপ্রবাহ থেকে মুক্তি নেই, ঝপাঝপ নামছে তাপমাত্রা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল