Road Accident: রাজ্যে বড় দুর্ঘটনা! পিক আপ ভ্যানের সঙ্গে ধাক্কা গাড়ির, র*ক্তা*ক্ত দুটি গাড়িকেই খাদে ফেলল বাস! হতাহত অনেকে
- Published by:Ratnadeep Ray
- local18
Last Updated:
Road Accident: রাজ্যে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন, গুরুতর আহত হয়েছেন আরও সাতজন। রবিবার সন্ধ্যায় বংশীহারির জামবাগান এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
advertisement
1/5

সুজন সূত্রধর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর: রাজ্যে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন, গুরুতর আহত হয়েছেন আরও সাতজন। রবিবার সন্ধ্যায় বংশীহারির জামবাগান এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। Representative Image
advertisement
2/5
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদহের ওল্ড মালদার মধাইপুর এলাকার কিছু বাসিন্দা একটি বোলেরো গাড়িতে করে ঠেঙ্গাপাড়ায় দু'দিন ব্যাপী ‘দিব-রাত্রি ফুটবল খেলা’ দেখতে যাচ্ছিলেন। Representative Image (AI)
advertisement
3/5
পথেই জামবাগান এলাকায় তাঁদের গাড়ির সঙ্গে একটি পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে বোলেরো এবং পিক-আপটি যখন সামলে উঠতে পারেনি, ঠিক তখনই পিছন দিক থেকে আসা একটি সরকারি বাস সজোরে ধাক্কা মারে দুটি গাড়িকেই। এর ফলে তিনটি গাড়িই রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে যায়। Representative Image
advertisement
4/5
ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আহত সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রাসিদপুরে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, পরে তাঁদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের কেউই এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। Representative Image
advertisement
5/5
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রশিদপুর হাসপাতালেও উপস্থিত থেকে আহতদের পরিবারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে।ঘটনায় শোরগোল পুরো এলাকা জুড়ে। Representative Image