Darjeeling Tour: ভোট গণনা তো কী! ঘুরতে কি আর রোজ রোজ আসা হয়, দার্জিলিং ম্যালে দারুণ মজায় পর্যটকরা, রইল Photo
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
West Bengal Election Results 2024: দার্জিলিংয়ে বেড়াতে গেলে ম্যালে ঘুরতে যাননি এমন পর্যটক প্রায় খুঁজে পাওয়া যায় না। তাই সকাল থেকেই ম্যাল পর্যটকদের টহল দিতে দেখা গিয়েছে।
advertisement
1/10

আড়াই মাসের যজ্ঞ! সাত দফার ভোট শেষে গণনা শুরু হয়ে গিয়েছে। তবে এর মাঝেও দার্জিলিংয়ে পর্যটক কিন্তু কম হয়নি। পাহাড়ে প্রায় সব হোটেল এখন ফুল।
advertisement
2/10
গরমে রেহাই পেতে পাহাড়ি শীতল আবহাওয়ায় কয়েকদিন কাটাতে সকলেই এখন পাহাড়ে। একদিকে যখন ভোট গণনা চলছে সেখানে দার্জিলিং ম্যালে কিন্তু পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে।
advertisement
3/10
দার্জিলিংয়ে থিক থিক করছে কালো মাথার ভিড়। তীব্র তাপদাহের কারণে অন্যবারের চেয়ে এবারে পর্যটকের ভিড় পাহাড়ে উপচে পড়ছে বলে মনে করা হচ্ছে।
advertisement
4/10
দার্জিলিংয়ে বেড়াতে গেলে ম্যালে ঘুরতে যাননি এমন পর্যটক প্রায় খুঁজে পাওয়া যায় না। তাই সকাল থেকেই ম্যাল পর্যটকদের টহল দিতে দেখা গিয়েছে।
advertisement
5/10
হোটেল সমস্ত বুক রয়েছে। পর্যটন ব্যবসায়ীরা যথেষ্ট খুশি। ভোট গণনা চললেও তার বিন্দুমাত্র রেশ পাহাড়ের পর্যটন পড়েনি।
advertisement
6/10
আড়াই মাসের যজ্ঞ! সাত দফার ভোট শেষে গণনা শুরু হয়ে গিয়েছে। তবে এর মাঝেও দার্জিলিংয়ে পর্যটক কিন্তু কম হয়নি। পাহাড়ে প্রায় সব হোটেল এখন ফুল।
advertisement
7/10
গরমে রেহাই পেতে পাহাড়ি শীতল আবহাওয়ায় কয়েকদিন কাটাতে সকলেই এখন পাহাড়ে। একদিকে যখন ভোট গণনা চলছে সেখানে দার্জিলিং ম্যালে কিন্তু পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে।
advertisement
8/10
দার্জিলিংয়ে থিক থিক করছে কালো মাথার ভিড়। তীব্র তাপদাহের কারণে অন্যবারের চেয়ে এবারে পর্যটকের ভিড় পাহাড়ে উপচে পড়ছে বলে মনে করা হচ্ছে।
advertisement
9/10
দার্জিলিংয়ে বেড়াতে গেলে ম্যালে ঘুরতে যাননি এমন পর্যটক প্রায় খুঁজে পাওয়া যায় না। তাই সকাল থেকেই ম্যাল পর্যটকদের টহল দিতে দেখা গিয়েছে।
advertisement
10/10
হোটেল সমস্ত বুক রয়েছে। পর্যটন ব্যবসায়ীরা যথেষ্ট খুশি। ভোট গণনা চললেও তার বিন্দুমাত্র রেশ পাহাড়ের পর্যটন পড়েনি।