Dooars: আচমকা কী হল জলদাপাড়ায়! দেশের নানা প্রান্ত থেকে ছুটছেন পর্যটকরা! থিকথিকে ভিড়ের কারণ জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Dooars: শীতের মুখে জমজমাট ভিড় জলদাপাড়া জঙ্গলে। প্রতিটি হোটেল,হোম স্টে-তে রয়েছে ঠাসা ভিড় পর্যটকদের।রাস্তার কাছে জঙ্গলে দেখা মিলছে বন্যপ্রাণীর। এটি উপরি পাওনা পর্যটকদের কাছে।
advertisement
1/5

*শীতের মুখে জমজমাট ভিড় জলদাপাড়া জঙ্গলে। প্রতিটি হোটেল,হোম স্টে-তে রয়েছে ঠাসা ভিড় পর্যটকদের। রাস্তার কাছে জঙ্গলে দেখা মিলছে বন্যপ্রাণীর। এটি উপরি পাওনা পর্যটকদের কাছে।
advertisement
2/5
*পর্যটকদের আগমনে মুখে চওড়া হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের। দূরের পর্যটক তো রয়েছে, বিশেষ করে শনি ও রবিবার স্থানীয় পর্যটকদের ঢল নামছে জঙ্গল সংলগ্ন এলাকায়।
advertisement
3/5
*বর্ষার তিন মাস জঙ্গল এলাকায় পর্যটকদের কোনও বছরেই দেখা যায়নি।তারওপর হলং বাংলো পুড়ে যাওয়ায় মুষড়ে পড়েছিলেন পর্যটন ব্যবসায়ীরা। তারা মনে করেছিলেন এবারে পর্যটকরা খুব একটা আসবেন না।
advertisement
4/5
*তবে রাস্তা সংলগ্ন জঙ্গলে দেখা মিলছে বাইশন, হাতি, হরিণ ও হাতির।দুপুর ও বিকেলের সময় এই বন্যজন্তুদের দেখা যাচ্ছে। এই খোঁজ পেতেই দেখা যাচ্ছে পর্যটকদের ভিড়। সাফারির থেকে ভাল দৃশ্য জাতীয় সড়ক সংলগ্ন রাস্তায় দেখা যাচ্ছে বলে জানালেন পর্যটকরা।
advertisement
5/5
*জলদাপাড়া জঙ্গল সংলগ্ন মাদারিহাট, বীরপাড়ার রাস্তায় এলেই দেখা যাচ্ছে এই দৃশ্য। আবার অনেকে চলে আসছেন তোর্ষা ব্রিজেও। একসঙ্গে ১০-২০ টি হাতি, বাইশন দেখতে কে না চান। কপাল ভাল থাকলে দেখা মিলছে গন্ডারের।