TRENDING:

Weather Updates: কালীপুজোয় বৃষ্টি নাকি শীত? কী বলছে আবহাওয়া দফতর জানুন

Last Updated:
Weather Updates: কালীপুজোতে কি বৃষ্টি হবে? নাকি জাঁকিয়ে পড়বে শীত? আগেভাগেই উত্তর জানিয়ে দিল আবহাওয়া দফতর
advertisement
1/5
কালীপুজোয় বৃষ্টি নাকি শীত? কী বলছে আবহাওয়া দফতর জানুন
কালীপূজোর আগেই শীতের আমেজ উত্তরবঙ্গ জুড়ে।শীতে মরশুম আসতে না আসতেই ফের বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায়। পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই পারদ নামতে শুরু করেছে শৈল শহরে। বৃষ্টির রেশ কাটলেই জাঁকিয়ে পড়বে শীত।
advertisement
2/5
বুধবার দার্জিলিং , কালিম্পং, কোচবিহার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।জারি নেই কোনও সতর্কতা ফলে দুর্যোগের আশঙ্কাও নেই।চলতি মাসেই জাকিয়ে পড়তে পারে শীত।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবারের পর থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়া। আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে  হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও বাকি জেলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। উত্তরের কোনও জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ফলে দুর্যোগের কোনো আশঙ্কা নেই। ইতিমধ্যেই হালকা হালকা ঠান্ডার আমেজ পাহাড়জুড়ে।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী সাতদিন উত্তরের কিছু জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। পাশাপাশি তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সব মিলিয়ে এবার চটজলদি উত্তরবঙ্গে আসতে চলেছে শীত।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Weather Updates: কালীপুজোয় বৃষ্টি নাকি শীত? কী বলছে আবহাওয়া দফতর জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল