Alipurduar News: রোদের দেখা নেই, হিমেল হাওয়া জেলায় জেলায়! জবুথবু আলিপুরদুয়ারবাসী... বড়দিনে কেমন থাকবে আবহাওয়া?
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
বড়দিনের আগে জাঁকিয়ে শীত আলিপুরদুয়ার জেলায়। ঘন কুয়াশায় ঢেকেছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্থান। বেলা বাড়লেও এক ছবি দেখা গিয়েছে এই জেলায়। কনকনে ঠান্ডার কারণে বাড়ি থেকে বের হতে দেখা গিয়েছে কম মানুষকে।প্রতি বছর শীতের তীব্রতা দেখা যায় এলাকায়, তবে এবারে ঠান্ডার পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়।
advertisement
1/5

বড়দিনের আগে জাঁকিয়ে শীত আলিপুরদুয়ার জেলায়। ঘন কুয়াশায় ঢেকেছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্থান। বেলা বাড়লেও এক ছবি দেখা গিয়েছে এই জেলায়। কনকনে ঠান্ডার কারণে বাড়ি থেকে বের হতে দেখা গিয়েছে কম মানুষকে। প্রতি বছর শীতের তীব্রতা দেখা যায় এলাকায়, তবে এবারে ঠান্ডার পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়।
advertisement
2/5
মঙ্গলবারের পর বুধবারেও আলিপুরদুয়ার জেলার একাধিক এলাকায় জাঁকিয়ে পড়ল শীত। কুয়াশার চাদরে ঢেকেছে সর্বত্র। বেলা বাড়ার সঙ্গেই বাড়ছে শীত এবং কুয়াশার দাপট। রাজ্য সড়ক থেকে জাতীয় সড়ক সর্বত্রই প্রায় দৃশমানতা কমেছে। দৃশ্যমানতা নেমেছে ৫০ মিটারে।
advertisement
3/5
ঠান্ডা থেকে রেহাই পেতে আগুন পোহাতে দেখা গিয়েছে বিভিন্ন এলাকার বাসিন্দাদের।কুয়াশা যেমন তেমন, তবে হিমেল হাওয়ার কারণে জুবুথুবু জেলাবাসিরা। যারা ভোরবেলায় কাজ করতে যান তাঁদের ভোগান্তির শেষ নেই।
advertisement
4/5
আবহাওয়াবিদদের মতে ঠান্ডার পরিমাণ বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গের শীতলতম স্থানে পরিণত হয়েছে আলিপুরদুয়ার জেলা। তাপমাত্রা ৮° সেলসিয়াস দেখা যাচ্ছে প্রায় সময়।সূর্যের দেখা জেলায় দুদিন ধরে মিলছে না।
advertisement
5/5
গায়ে মোটা জ্যাকেট সোয়েটার মাফলার জড়িয়ে ঠান্ডা কে কাবু করা যাচ্ছে না। কুয়াশা এবং ঠান্ডার দাপটে সকালে যারা হাঁটতে বের হন, তাঁদেরকেও দেখা যাচ্ছেনা। বাড়ির সামনেই হেঁটে নিচ্ছেন তারা।