Weather Update: ঝেঁপে আসছে...! মুষলধারে ঝড়-বৃষ্টির তাণ্ডব শুরু, বজ্রপাতে ফালাফালা হবে আকাশ, বিরাট ভোলবদল আবহাওয়ার, কলকাতায় কখন নামবে?
- Reported by:Sujoy Ghosh
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Weather Update: চলতি সপ্তাহজুড়ে টানা বৃষ্টির পরেই নাজেহাল গরমে ভুগবে উত্তরবঙ্গনাসিবাসী!কবে বিদায় নেবে শীত ?
advertisement
1/5

বৃষ্টি কুয়াশার মাঝেই ঝলমলে রোদে হাসল পাহাড়। কয়েকদিন ধরে ঘন কুয়াশার চাদরে মোড়া পাহাড় থেকে সমতল আর তার মাঝেই রোদের লুকোচুরি খেলা । সব মিলিয়ে দারুণ মুডে উত্তরের আবহাওয়া।
advertisement
2/5
শনিবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদর মেঘে ঢাকা আকাশের মাঝে ঝলমলে রোদের খেলা।একদিকে ঘন কুয়াশা অন্যদিকে বৃষ্টি সবকিছুর মাঝেই এই মিঠে রোদ যেন সামান্য স্বস্তি দিল উত্তরবঙ্গবাসীর মনে। বৃষ্টির পরেই ধীরে ধীরে উত্তরবঙ্গ থেকে বিদায় নেবে শীত ।
advertisement
3/5
চলতি সপ্তাহ জুড়েই উত্তরের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস তুষারের চাদরে মুরতে পারে দার্জিলিং। উত্তরের ৩ জেলা কালিম্পং, দার্জিলিং, এবং জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাকি দুই জেলা আলিপুরদুয়ার এবং কুচবিহারে ঝলমলে রোদ।
advertisement
4/5
আইএমডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পরেই ধীরে ধীরে বাড়বে পারদ। বৃষ্টির পর আস্তে আস্তে উত্তরবঙ্গ থেকে বিদায় নেবে শীত। রোদে হাসবে পাহাড় থেকে সমতল।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে কনকনে ঠান্ডা থাকলেও সমতল জুড়ে উষ্ণতার ছোঁয়া। সব মিলিয়ে কনকনে ঠান্ডার মাঝে হালকা রোদের দেখা পেয়ে স্বস্তিতে উত্তরবঙ্গবাসী।