West Bengal Weather Update: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা ‘এই’ জেলাগুলিতে, দুপুরবেলায় রাস্তায় না বেরনোর পরামর্শ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
থমকে আছে মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে ঢুকেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। মৌসুমী বায়ু উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য অতিক্রম করে উত্তরবঙ্গে থমকে আছে। দক্ষিণবঙ্গে কোন সহযোগী সিস্টেম নেই। শুক্রবার থেকে সোমবার উত্তরবঙ্গেই আটকে বর্ষা। দক্ষিণবঙ্?
advertisement
1/10

#কলকাতা: থমকে আছে মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে ঢুকেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। মৌসুমী বায়ু উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য অতিক্রম করে উত্তরবঙ্গে থমকে আছে। দক্ষিণবঙ্গে কোন সহযোগী সিস্টেম নেই। শুক্রবার থেকে সোমবার উত্তরবঙ্গেই আটকে বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষার এখনো কোনো পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের।
advertisement
2/10
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে। আগামী তিন-চার দিন আরো বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতি শুক্রবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। ফিল লাইক টেম্পারেচার অনেক বেশি মনে হবে।
advertisement
3/10
আগামী কয়েকদিন মেঘালয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আসাম সহ সিকিম ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ এবং সিকিমে। আগামী পাঁচ দিন বিহার, ঝাড়খন্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, করাইকাল, পন্ডিচেরি, কর্ণাটক এবং কেরল ও মাহেতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/10
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে। বেলা এগারোটা থেকে তিনটে পর্যন্ত অস্বস্তি বাড়বে। প্রয়োজন ছাড়া এই সময় বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা৷
advertisement
5/10
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮ থেকে ৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি কলকাতায়।
advertisement
6/10
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী কয়েকদিন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদা এবং দুই দিনাজপুরে ও মাঝারি থেকে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার থেকে এই বৃষ্টি আরো বাড়তে পারে। আগামী চার পাঁচ দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে এবং সিকিমে।
advertisement
7/10
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। বৃহস্পতিবার নাগাদ বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল বুধবার নাগাদ ঝাড়খন্ড, ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের প্রভাব পড়তে পারে। বাড়তে পারে সামান্য তাপমাত্রা।
advertisement
8/10
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু শুক্রবার থেকে একই অবস্থানে রয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি রুপোর যেমন শুক্রবার থেকে রয়েছে তেমনি কর্নাটকের ব্যাঙ্গালুরুতে প্রায় ৩১ মে থেকে একই অবস্থানে রয়েছে। চিকমাগালুর বেঙ্গালুরু ধর্মাপুরি থেকে শিলিগুড়ির উপর দিয়ে বিস্তৃত ছিল। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অগ্রগতি সম্পর্কে আর কোনো পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের।
advertisement
9/10
ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান, পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব ঝাড়খন্ড এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। অক্ষরেখা পূর্ব উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত। যা বিহার উত্তরবঙ্গ ও সিকিমে রং ওপর দিয়ে গেছে। আর ও একটি অক্ষরেখা রয়েছে পূর্ব উত্তর প্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত। এটি মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ওপর দিয়ে গেছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে শ্রীলঙ্কা পর্যন্ত আরো একটি অক্ষরেখা রয়েছে।
advertisement
10/10
তাপপ্রবাহ সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এর কিছু অংশ এবং মধ্য ভারতের বিদর্ভে তাপপ্রবাহের সম্ভবনা। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অর্থাৎ মধ্যভারতে তাপপ্রবাহ চলবে আট ই জুন পর্যন্ত। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এর সঙ্গে ঝাড়খন্ড, ওড়িশাতে মঙ্গল ও বুধবার নাগাদ তাপপ্রবাহের সম্ভবনা। রাজস্থানে ধূলিঝড়ের সম্ভাবনা। Input- BISWAJIT SAHA