Weather Update: শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা! কোন অংশ ভাসাবে বিহার-উত্তরবঙ্গ-সিকিমে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Weather Update: পূর্ব-পশ্চিম অক্ষরেখার কারণেই এই অতিবৃষ্টি উত্তরবঙ্গে। একদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অতি সক্রিয় উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
advertisement
1/7

শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। অতিবৃষ্টির সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। এর মধ্যে বৃহস্পতিবার কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সর্তকতা। (তথ্য - বিশ্বজিৎ সাহা)
advertisement
2/7
পূর্ব-পশ্চিম অক্ষরেখার কারণেই এই অতিবৃষ্টি উত্তরবঙ্গে। একদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অতি সক্রিয় উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এই কারণেই অসম ও মেঘালয়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সর্তকতা জারি করল আবহাওয়া দফতর।
advertisement
3/7
উত্তরপ্রদেশ থেকে মনিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখাটি বিহার, উত্তরবঙ্গ, সিকিম এবং অসমের উপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবে আজ মঙ্গলবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি সর্তকতা উত্তরবঙ্গের জেলাগুলিতে।
advertisement
4/7
কোন জেলায় কবে কেমন বৃষ্টি?? ১৫ জুন বুধবার, ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সর্তকতা কোচবিহার জেলায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়।
advertisement
5/7
১৬ জুন বৃহস্পতিবার, ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টির অর্থাৎ প্রবল বৃষ্টির সম্ভাবনা সর্তকতা কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সর্তকতা দার্জিলিং জলপাইগুড়ি জেলায়। ৭০ থেকে ১১০ মিটার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।
advertisement
6/7
১৭ জুন শুক্রবার, ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সর্তকতা কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং সঙ্গে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
advertisement
7/7
১৮ জুন শনিবার, ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সর্তকতা কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। ৭০ থেকে ১১০ মিটার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।