Weather Forecast: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, গরমের দাবদাহ থেকে মুক্তি দিতে ধেয়ে আসছে দমকা হাওয়া! বৃষ্টি নামবে এই জেলাগুলিতে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Harashit Singha
Last Updated:
Weather Forecast: শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা, আগামী চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় জানুন।
advertisement
1/5

ধেয়ে আসছে দমকা হাওয়া সঙ্গে বৃষ্টি। তীব্র গরমের দাবদাহ থেকে স্বস্তি মিলবে গৌড়বঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতরের এমনই পূর্বাভাস। আগামী শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের বিরাট সম্ভাবনা।
advertisement
2/5
গত কয়েকদিন ধরে গৌড়বঙ্গের জেলাগুলিতে তীব্র গরম সঙ্গে তাপপ্রবাহ চলছিল। তাপমাত্রার পারদ ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। শুক্রবারেও গরমের দাবদাহ থাকবে এমনটাই পূর্বাভাস।
advertisement
3/5
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবার সম্ভাবনা রয়েছে। শনিবার দমকা হওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে গৌড়বঙ্গের জেলাগুলিতে। রবিবারেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাত হলে তাপমাত্রা অনেকটাই কমে যাবে।
advertisement
4/5
সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে গৌড়বঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবারও ব্যাপক বৃষ্টিপাত হতে পারে জেলাগুলিতে। বুধবার বৃষ্টিপাত না হলেও আকাশ মেঘলা থাকবে।
advertisement
5/5
আবহাওয়ার পরিবর্তন ঘটলে গরমের দাবদাহ থেকে অনেকটাই রেহাই মিলবে। স্বস্তি পাবে সাধারণ মানুষ। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস কেটে যাবে, স্বাভাবিক হবে তাপমাত্রা। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে।