Vistadome Njp Alipurduar: ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচল ভিস্তাডোম ট্রেন! শিলিগুড়ির পরই ঘটে শিউরে ওঠা ঘটনা
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Vistadome Njp Alipurduar: নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, শিলিগুড়ি ও গুলমা স্টেশনের মাঝে এই ঘটনা ঘটে।
advertisement
1/6

এনজেপি-আলিপুরদুয়ার ভিস্তা ডোম ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেনের ইঞ্জিনের কাপলিং খুলে বিপত্তি। শিলিগুড়ি ও গুলমা স্টেশনের মাঝে ইঞ্জিনের কাপলিং খুলে যায়। আলিপুরদুয়ারগামী ভিস্তা ডোম ট্যুরিস্ট স্পেশ্যাল ট্রেনের ইঞ্জিনের কাপলিং খুলে যায়।
advertisement
2/6
সকাল ৮ টা ৪ মিনিটে এই ট্রেনের কাপলিং খুলে যায়। পরে ট্রেনের গার্ড চালকরা কাপলিং লাগিয়ে দেন। ৯ টা ৪ মিনিটে ফের ট্রেন চলতে শুরু করে। এই ট্রেন ৩০ মিনিট লেটে চলছে। জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের আধিকারিকরা।
advertisement
3/6
নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, শিলিগুড়ি ও গুলমা স্টেশনের মাঝে এই ঘটনা ঘটে। ইঞ্জিনের ঠিক পিছনের বগি থেকে তা আলাদা হয়ে যায়।
advertisement
4/6
যদিও যুদ্ধকালীন তৎপরতায় রেল কর্মীরা পরিস্থিতি সামাল দেন। ৯টা ২৩ মিনিটের মধ্যে কাপলিং মেরামতি করে আবারও পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
advertisement
5/6
পর্যটকদের কথা মাথায় রেখে উত্তরবঙ্গে চালু হয়েছে এই ভিস্তা ডোম কোচের ট্রেন। ডুয়ার্সসুন্দরীর সৌন্দর্য ট্রেনে বসেই উপভোগ করার সুযোগ থাকে ভিস্তা ডোম কোচগুলিতে।
advertisement
6/6
এই কোচের ছাদ কাচের। বিশাল কাচের জানালা। বসার আসনও ইচ্ছেমতো ১৮০ ডিগ্রি অবধি ঘোরাতে পারেন যাত্রী। অত্যন্ত আরামদায়ক ট্যুরিস্ট স্পেশাল ভিস্তা ডোম কোচবিশিষ্ট ট্রেনের এই সফর। এখন উত্তরবঙ্গে পর্যটকদের ঠাসা ভিড়।