Viral News: পুকুরে মাছ ধরতে গিয়ে একী উঠল জালে! বিরল ঘটনা! আতঙ্কে মানুষ
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Viral News: কোচবিহারের ঘুঘুমারি এলাকায় মাছ ধরার জালে উঠে এল বিরাট দৈত্য! জানলে ভয় পেয়ে যাবেন! আতঙ্কে রয়েছে এলাকার মানুষ
advertisement
1/6

ইতিমধ্যেই শীত পড়তেই বেশকিছু এলাকায় সাপের উপদ্রব বাড়তে শুরু করেছে। বেশকিছু এলাকায় সাপ ধরা পড়ছে প্রায়শই। তাই বলে একী উঠে এল পুকুর থেকে? জানলে চমকে যাবেন
advertisement
2/6
কোচবিহারের ঘুঘুমারি এলাকায় এদিন আচমকাই মাছ ধরার জালে উঠে এল এক ইন্ডিয়ান বার্মিজ পাইথন সাপ।
advertisement
3/6
এলাকার এক স্থানীয় বাসিন্দা রফিকুল মিঁয়া জানান, দুপুর নাগাদ এলাকার এক পুকুরে মাছ ধরতে গিয়ে ধরা পড়ে সাপটি।
advertisement
4/6
পরবর্তী সময়ে খবর পাঠানো হয় সর্প উদ্ধারকারীদের কাছে। তাঁরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান বন দফতরের কাছে।
advertisement
5/6
সর্প উদ্ধারকারী অর্ধেন্দু বণিক জানান, সাপটি আনুমানিক পাঁচ ফুট লম্বা। সাপটিকে উদ্ধারের পর বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
advertisement
6/6
বন দফতর সূত্রে জানা গিয়েছে, সাপটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর সাপটিকে পুনরায় লোকালয়ের থেকে দূরে জঙ্গল এলাকায় ছেড়ে দেওয়া হবে।