Viral News: কী কাণ্ড! পিঠে তৈরির সব জিনিস চুরি! গোটা এলাকায় তাণ্ডব চালায় আদুরে চোরেরা!
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Viral News: একবারে দল বেঁধে এসে চুরি করে নিয়ে গেল পিঠে-সহ তৈরির সব সামগ্রী! হনুমানের কাণ্ড জানলে অবাক হবেন
advertisement
1/5

গৃহস্থের ঘরে ম ম করছে পিঠে পুলির গন্ধ! সেই পিঠে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল চোর। এদিকে চোরকে দেখে হতবাক গৃহস্থ।
advertisement
2/5
এদিন সাতসকালে বাঁদরের দল রীতিমতো হামলা চালাল জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি এলাকায়। হনুমানের উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দারা।
advertisement
3/5
হনুমানের উপদ্রবে পৌষ পার্বণের পিঠে খাওয়া বন্ধ!সকাল হতেই এই ঘটনায় চাঞ্চল্য শহরজুড়ে। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর পাতকাটা কলোনি এলাকায় অসংখ্য হনুমান এলাকায় বিভিন্ন বাড়িতে ঘরে ঢুকে পিঠে বানানোর চালের গুড়ো সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নষ্ট করে নিয়ে চলে যাচ্ছে বলে অভিযোগ।
advertisement
4/5
বাসিন্দা সুব্রত মন্ডল বলেন, "চালের গুঁড়ো এনেছিলাম পিঠে খাব বলে কিন্তু ইচ্ছে পূরণ হল না। তার আগেই হনুমানের দল ঘরে ঢুকে চালের গুঁড়ো প্যাকেট নিয়ে চম্পট দেয় এবং চালের গুঁড়ো সাবার করে। বুধবার সাতসকালে বাঁদরের দলকে পটকা ফাটিয়ে এলাকা থেকে তাড়ানোর চেষ্টা করেন বাসিন্দারা।
advertisement
5/5
খাবারের খোঁজে মাঝেমধ্যেই হনুমানের দল হানা দেয় এই এলাকায়। হামলায় অতিষ্ট হয়ে বনদফতরের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। কয়েকদিন ধরে কার্যত ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের ।