Viral News: কাদা-মাটিতে লুকিয়ে আছে নারকেল! খুঁজতেই হবে! না হলেই বিপদ! এসব কী ঘটছে? জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Viral News: একটা নারকেলের জন্য একী কাণ্ড! জানলে চমকে যাবেন
advertisement
1/5

ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। মূলত এই উপলক্ষে কোচবিহার জেলার মদনমোহন বাড়িতে যে লোকক্রীড়া অনুষ্ঠিত হতে দেখা যায় তাকেই কোচবিহারে বলা হয় নারকেল খেলা বা মথন খেলা বা দধিকাদো খেলা। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
2/5
একটি কর্দমাক্ত স্থানে নারকেল ও অন্যান্য কিছু ফল নিয়ে এই খেলার আয়োজন করা হয়। এই খেলায় অংশগ্রহণ করেন শুধুমাত্র ছেলেরাই। তবে এই খেলার মূল আকর্ষণ থাকে নারকেল। এই খেলার কোন পোশাক নেই। মূলত খালি গায়ে গামছা পড়ে এই খেলা খেলতে হয়। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
3/5
প্রতিবছর এই বিশেষ খেলার আয়োজন করা হয় থেকে কোচবিহার মদনমোহন বাড়িতে। মদনমোহন বাড়ির বাগানের মধ্যে একটি গর্ত খুঁড়ে জল দিয়ে কাদা তৈরি করা হয়। সেখানেই আয়োজন করা হয় এই বিশেষ খেলার। কাদার মধ্যেই চলে নারকেল নিয়ে কাড়াকাড়ি। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
4/5
মানুষের কাছে এই দিনটি বিশেষ পবিত্র বলে পরিচিত। ঢাকের বাজনার সাথে পুজোর সূচনা করা হয়। পুজোর শেষে এই কাদা তৈরি করা জায়গায় খেলার সূচনা করেন খেলায় অংশ নেওয়া ছেলেরা। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
5/5
তারপর চলে কাদার মধ্যে নারকেল কেড়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি। খেলা শেষে পুজোর প্রসাদ বিতরণ করা হয় উপস্থিত সকলের মাঝে। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)