TRENDING:

Sikkim Tour: পর্যটকদের জন্য জ্যাকপট! এবার সিকিম ঘুরুন অর্ধেক খরচে! কোন ক্ষেত্রে কমল ব্যয়? জানুন

Last Updated:
Sikkim Tour: সিকিম ঘুরুন আরও সস্তায়। নতুন নির্দেশিকা দিল সিকিম প্রশাসন। লাক্সারি ট্যাক্সির ভাড়া কমিয়ে ৭ হাজার এবং সাধারণ ট্যাক্সির ভাড়া কমিয়ে সাড়ে ৬ হাজার টাকা করা হয়েছে। এই ভাড়াই নির্দিষ্ট করা হয়েছে। এর চেয়ে বেশি কোনও পর্যটকের থেকে চাইতে পারবেন না গাড়িচালকরা। 
advertisement
1/5
পর্যটকদের জন্য জ্যাকপট! এবার সিকিম ঘুরুন অর্ধেক খরচে! কোন ক্ষেত্রে কমল ব্যয়?
*সিকিমে পর্যটকদের গাড়িভাড়া কমাল প্রশাসন। নতুন গাড়িভাড়ার একটি চার্ট ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। ফলে এবার সিকিম বেড়ানোর খরচ বেশ কিছুটা কমতে চলেছে।
advertisement
2/5
*২৪ মে সিকিমের পর্যটন এবং অসামরিক পরিবহণ দফতরের তরফে একটি বৈঠক হয়। সেখানে নয়া গাড়িভাড়ার চার্টের পাশাপাশি গ্যাংটক থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্র যাওয়ার জন্য প্রয়োজনীয় পারমিটের খরচ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
advertisement
3/5
*বৈঠকেই সম্মতিক্রমে নয়া গাড়িভাড়ার চার্ট প্রস্তুত করা হয়েছে। লাক্সারি ট্যাক্সির ভাড়া কমিয়ে ৭ হাজার এবং সাধারণ ট্যাক্সির ভাড়া কমিয়ে সাড়ে ৬ হাজার টাকা করা হয়েছে। এই ভাড়াই নির্দিষ্ট করা হয়েছে। এই ভাড়ার চেয়ে বেশি টাকা কোনও আর কোনও পর্যটকের থেকে চাইতে পারবেন না গাড়িচালকরা।
advertisement
4/5
*কোনও গাড়িচালক নির্দিষ্ট ভাড়ার চেয়ে বেশি চাইলে পর্যটকরা অভিযোগ দায়ের করতে পারবেন। এর জন্য 9434182178 (পর্যটন দফতর), 7908081127 (পুলিশ চেক পোস্ট) এবং 9434126851 (পরিবহণ দফতর) নম্বরে ফোন করতে পারবেন পর্যটকরা।
advertisement
5/5
*সিকিম প্রশাসনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কোনও গাড়িচালক কিংবা মালিক এই নির্ধারিত ভাড়া চেয়ে বেশি টাকা দাবি করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Sikkim Tour: পর্যটকদের জন্য জ্যাকপট! এবার সিকিম ঘুরুন অর্ধেক খরচে! কোন ক্ষেত্রে কমল ব্যয়? জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল