Kangchenjunga from Alipurduar: সকাল হতেই ম্যাজিক, ফালাকাটা থেকে ক্লিয়ার ভিউ, আকাশ জুড়ে সাদা কাঞ্চনজঙ্ঘা, রইল ফটো
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Kangchenjunga from Alipurduar: একটু বেলা বাড়তেই রোদ্দুর ঘিরে রাখে আলিপুরদুয়ার জেলাকে। তারপরেই সারপ্রাইজ। চোখ জুড়িয়ে গেল ফালাকাটাবাসীর। হ্যাঁ করে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখলেন তারা। এই প্রথম আলিপুরদুয়ার জেলা থেকে স্পষ্ট দেখা গেল পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকে।
advertisement
1/5

আলিপুরদুয়ার, অনন্যা দে: একটু বেলা বাড়তেই রোদ্দুর ঘিরে রাখে আলিপুরদুয়ার জেলাকে। তারপরেই সারপ্রাইজ। চোখ জুড়িয়ে গেল ফালাকাটাবাসীর। হ্যাঁ করে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখলেন তারা। এই প্রথম আলিপুরদুয়ার জেলা থেকে স্পষ্ট দেখা গেল পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকে।
advertisement
2/5
এদিন ফালাকাটাবাসীর সারাদিন কাটল কাঞ্চনজঙ্ঘা কে দেখেই। রাস্তায় দাঁড়িয়ে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘাকে দেখে দাঁড়িয়ে গেলেন ফালাকাটাবাসীরা। তুললেন ছবি। ফালাকাটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এ যেন তাঁদের কাছে স্বপ্ন।
advertisement
3/5
ডুয়ার্সের অধিকাংশ এলাকা, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে শীতের শুরুতেই দেখা যায় বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ।কিন্তু আলিপুরদুয়ার জেলার কোনও স্থান থেকে এই প্রথম দেখা গেল এই দৃশ্য।রুপোলি তুষার আবৃত পর্বত শৃঙ্গের উপর সোনালি রোদের বিছিয়ে থাকা মন্ত্রমুগ্ধ ছবি।
advertisement
4/5
কালিম্পং বা কর্শিয়াংয়ের হোটেলের ব্যালকনিতে বসে ধোঁয়া ওঠা গরম চায়ের কাপ হাতে কাঞ্চনজঙ্ঘা দেখার দৃশ্য বাঙালির চিরকালীন নস্টালজিয়া। কিন্তু, সেই দৃশ্য দার্জিলিংয়ের গণ্ডি পেরিয়ে সুদূর আলিপুরদুয়ার থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এমনটাই দেখা গেল এদিন।
advertisement
5/5
কাঞ্চনজঙ্ঘার অভূতপূর্ব এই দৃশ্য দেখে ফালাকাটাবাসীরা বলছেন আর পকেটের টাকা খরচ করে দার্জিলিং যেতে হবে না। কাঞ্চনজঙ্ঘা ও ঈশ্বর সদয় থাকলে বাড়ির ছাদে অথবা রাস্তায় বেরিয়েই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘাকে।