TRENDING:

Vegetable Market Price: বাজারে ছ্যাঁকা! লঙ্কা ২০০, আদা-রসুন ৩০০ টাকা! সবজির দাম আকাশছোঁয়া, নাভিশ্বাস সাধারণ মানুষের

Last Updated:
Vegetable Market Price: সপ্তাহের শুরুতেই কেমন রয়েছে বাজারদর? আবহাওয়ার মতোই কি ঊর্ধ্বমুখী বাজারদরের পারদ? সকাল হতেই বাজারে গিয়ে দেখা যায় সবজির বাজারদর রীতিমত ঊর্ধ্বমুখী! 
advertisement
1/6
বাজারে ছ্যাঁকা! লঙ্কা ২০০, আদা-রসুন ৩০০ টাকা! সবজির দামে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের
সপ্তাহের শুরুতেই কেমন রয়েছে জলপাইগুড়ির বাজারদর? আবহাওয়ার মতোই কি ঊর্ধ্বমুখী বাজারদরের পারদ? সকাল হতেই বাজারে গিয়ে দেখা যায় সবজির বাজারদর রীতিমত ঊর্ধ্বমুখী! জলপাইগুড়িতে স্বস্তির মুখ দেখছেন না সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরের জেলাগুলিতে প্রখর রোদের দাপট অব্যহত। এই আবহাওয়ার প্রভাব পড়েছে বাজারদরেও।
advertisement
2/6
সপ্তাহের প্রথম দিনেই জলপাইগুড়ির দিনবাজার, স্টেশন বাজার, তালমোড়, বাউরি মোড়—সব বাজারেই একসুরে উঠছে একটাই আওয়াজ—“সবজির দাম মাথায় উঠেছে!”
advertisement
3/6
নিত্যপ্রয়োজনীয় সবজির দাম চমকে দিচ্ছে সাধারণ মানুষকে। আলুর দাম ২০-২৫ টাকা কেজি থাকলেও পেঁয়াজ, করোলা, ভেন্ডি, পটল—সবই ৫০ টাকার আশেপাশে। গাজর মিলছে ৭০ টাকা কেজিতে। কাঁচা লঙ্কা ২০০ থেকে ২৫০ টাকা, আর আদা-রসুন ছুঁয়েছে ৩০০ টাকা কেজি! সবজির পাশাপাশি ফল বাজারেও হাত দেওয়া কঠিন।
advertisement
4/6
অন্যদিকে, প্যান ব্যবসায়ীদেরও মাথায় হাত। দক্ষিণবঙ্গ থেকে আমদানীকৃত পান পাতার দাম হুহু করে বেড়ে যাওয়ায় পানের বাজারও খাঁ খাঁ করছে। ক্রেতারা বলছেন, “সবজি কিনতেই হাজার টাকা চলে যাচ্ছে। এক সপ্তাহও টিকছে না। সংসার চালানোই দায় হয়ে উঠেছে।”
advertisement
5/6
অন্যদিকে বিক্রেতারা বলছেন, আবহাওয়া খারাপ থাকায় বহু জায়গায় ফসল ঠিকমতো আসছে না। পরিবহন খরচও বেড়েছে। ফলে পাইকারি বাজার থেকেই দাম চড়া।গরমে অস্বস্তিতে জর্জরিত মানুষজন বাজারে গিয়েও খুঁজে পাচ্ছেন না স্বস্তি। দাম যেমন, তেমনই মানের দিক থেকেও অনেক সবজিই হচ্ছে নিম্নমানের বলে অভিযোগ অনেকের।
advertisement
6/6
জলপাইগুড়ির বাজারে এই মুহূর্তে সবজির দামে কোনওরকম স্বস্তি নেই। কৃষকেরা যেমন ফসল বাঁচাতে হিমশিম খাচ্ছেন, তেমনই ক্রেতাদেরও নাভিশ্বাস উঠছে রান্নাঘরের বাজেট সামলাতে। (তথ্য-সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Vegetable Market Price: বাজারে ছ্যাঁকা! লঙ্কা ২০০, আদা-রসুন ৩০০ টাকা! সবজির দাম আকাশছোঁয়া, নাভিশ্বাস সাধারণ মানুষের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল