Valentine's Day Weather Update: ভালবাসার সপ্তাহে আবহাওয়ার বিরাট পরিবর্তন! এই জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Valentine's Day Weather Update: বুধবার ও বৃহস্পতিবার গৌড়বঙ্গের তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সোমবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন থাকবে মেঘলা আকাশ
advertisement
1/5

মালদহ: ভালোবাসার সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস। গৌড়বঙ্গের তিন জেলায় আগামী বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সরস্বতী পুজার দিন ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাত হতে পারে মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায়। উত্তর দিনাজপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
2/5
সোমবার থেকেই গৌড়বঙ্গের তিন জেলায় আবহাওয়ার পরিবর্তন। শীত প্রায় বিদায় নিয়েছে গৌড়বঙ্গ থেকে। মঙ্গলবার থেকেই মেঘলা আকাশ থাকবে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বৃষ্টির জেরে গৌড়বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ কমতে পারে।
advertisement
3/5
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে কুয়াশা থাকবে। মঙ্গলবার থেকেই কুয়াশা আর থাকবে না, গৌড়বঙ্গের আকাশে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকায় মেঘলা আকাশ থাকবে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার থেকে আবার ঝলমলে আকাশ থাকবে।
advertisement
4/5
গৌড়বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠার সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলিতে। সপ্তাহের মাঝামাঝিতে বৃষ্টির পূর্বাভাস থাকায় তাপমাত্রা কিছুটা কমবে।
advertisement
5/5
চলতি সপ্তাহে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর একদিন আগে থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। থাকবে মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। সরস্বতী পুজার দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পরপর দুইদিন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।