কাকা-ভাইঝির দুর্নিবার প্রেম, পরিবারের হস্তক্ষেপেও কমেনি আকর্ষণ, পরিণতি হল রক্তাক্ত
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
 Uncle and Niece Love: একই পরিবারে কাকা-ভাইঝির প্রেম, তারপর বইল রক্তগঙ্গা কাকা ভাইঝির প্রেমঘটিত বিবাদকে ঘিরে রক্তাক্ত মালদহের হরিশ্চন্দ্রপুর! কাকার হাতে খুন ভাই
advertisement
1/6

 মালদহ: নিজেদের পরিবারের মধ্যেই কাকা ভাইঝির প্রেম আর সেই প্রেমের জেরে রক্তাক্ত মালদহের হরিশ্চন্দ্রপুর। পরিবারের মধ্যে প্রেম নিয়ে বিবাদের জেরে বাড়ির উঠোনের মধ্যেই ভাইপোকে কুপিয়ে খুন করল কাকা। Photo- Representative
advertisement
2/6
 জানা গিয়েছে, মৃত ভাইপোর নাম মন্টু মণ্ডল (৪৩)। অভিযুক্ত ভরত মণ্ডলকে গ্রামবাসীরা হাতে-নাতে পাকড়াও করে বেধড়ক মারধর করে বলে জানা গিয়েছে।
advertisement
3/6
 ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভরত মণ্ডল হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। পলাতক কাকিমা গীতা মণ্ডল। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ভাজন্না গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। Photo- Representative
advertisement
4/6
 স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাজন্না গ্রামের বাসিন্দা মন্টু মণ্ডলের তিন মেয়ে ও এক ছেলে। মন্টু মণ্ডলের এক মেয়ের সঙ্গে মন্টুর নিজের কাকা ভরত মণ্ডলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে এরা কাকা ভাইঝি। এই নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। Photo- Representative
advertisement
5/6
 ছয় মাস আগে, মন্টু মণ্ডলের মেয়ে এবং ভরত মণ্ডলের ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সম্প্রতি মন্টুর মেয়ে বাড়ি ফিরে আসলেও ভরত মণ্ডলের ছেলে বাড়ি ফেরেনি। এই বিষয় নিয়ে হঠাৎ করে দুই পরিবারের মধ্যে গণ্ডগোল বেধে যায়। এই সময় আচমকাই হাসুয়া নিয়ে মন্টুর উপর চড়াও হন কাকা ভরত মন্ডল। মন্টুর ওপর এলোপাথারি হাসুয়ার কোপ চালানো হয়। Photo- Representative
advertisement
6/6
 পেটে বুকে এবং গলায় একাধিক জায়গায় মন্টুর আঘাত লাগে। উঠোনে লুটিয়ে পড়েন মন্টু। গ্রামের বাসিন্দারা তড়িঘড়ি তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। Photo- Representative  Input - JM Momin
