বিদায়বেলায় টয় ট্রেন চেপে পাহাড় ঘুরলেন মা! কৈলাসের পথে উমা, আবার এক বছরের অপেক্ষা শুরু
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Uma Returns to Kailash: দশমীর বিকেলে প্রতিমাকে কাঁধে নিয়ে দার্জিলিং শহর প্রদক্ষিণের পর পৌঁছে দেওয়া হয় রেলস্টেশনে। সেখানেই দার্জিলিং হিমালয়ান রেলের সহযোগিতায় প্রতিমা উঠল খেলনা গাড়ি, অর্থাৎ টয় ট্রেনে।
advertisement
1/6

শরতের আকাশে সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা আর পাহাড়ি হাওয়ার ছোঁয়ায় উৎসবমুখর দার্জিলিং শহর। এর মধ্যেই এক বিশেষ ঐতিহ্য নতুন করে প্রাণ ফিরে পেল - নৃপেন্দ্র নারায়ণ হিন্দু হলে দুর্গাপুজো, যা এ বছর পা দিল ১১১ বছরে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/6
১৯৩০ সালে প্রতিষ্ঠিত এই হিন্দু হল শুধু বাঙালি সমাজের সাংস্কৃতিক কেন্দ্র নয়, ইতিহাসেরও সাক্ষী। এখানেই একসময় প্রতিধ্বনিত হয়েছিল স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের অমূল্য বাণী। তাই এই পুজো কেবল ধর্মীয় আয়োজন নয়, দার্জিলিংয়ের সাংস্কৃতিক উত্তরাধিকার।
advertisement
3/6
দীর্ঘ দশ বছর পর এবার আবারও ফিরল সেই পুরনো রীতি। দশমীর বিকেলে প্রতিমাকে কাঁধে নিয়ে দার্জিলিং শহর প্রদক্ষিণের পর পৌঁছে দেওয়া হয় রেলস্টেশনে। সেখানেই দার্জিলিং হিমালয়ান রেলের সহযোগিতায় প্রতিমা উঠল খেলনা গাড়ি, অর্থাৎ টয় ট্রেনে। এরপর বাংলাখোলা পর্যন্ত টয় ট্রেনে যাত্রা শেষে সেখানেই সম্পন্ন হয় বিসর্জন।
advertisement
4/6
পুজো কমিটির সেক্রেটারি ড. প্রতাপ আদিত্য গুহ জানালেন, 'এটি আমাদের পুরনো ঐতিহ্য, যা অনেকদিন বন্ধ ছিল। অবশেষে আবারও সেই স্বপ্নময় রীতি পাহাড়ে ফিরলো।
advertisement
5/6
মায়ের প্রতিমা টয় ট্রেনে যখন শহরের পথে পথে যাচ্ছিল, তখন বাঙালি-অবাঙালি নির্বিশেষে স্থানীয় মানুষ আর পর্যটক সবাই ভিড় জমিয়েছিলেন। অনেকেই মুঠোফোনে বন্দি করেছেন এই ঐতিহাসিক মুহূর্ত।
advertisement
6/6
এক শতাব্দীরও বেশি সময় ধরে দার্জিলিংয়ের দুর্গোৎসব শুধু ভক্তির উৎসব নয়, পাহাড়ের সংস্কৃতির আয়না। আর এই বছর উমার কৈলাস যাত্রা যেন হয়ে উঠল পাহাড়ি ঐতিহ্যের গর্বিত পুনর্জন্ম। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)