Rhino Rescue: উত্তরবঙ্গ থেকে খুশির খবর! তোর্ষার জলে ভেসে যাওয়া ২ গণ্ডার উদ্ধার, এখন কেমন আছে ছবিতে দেখুন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Rhino Rescue: তোর্ষা নদীর জলে বয়ে গিয়ে বেশিরভাগ গণ্ডার কোচবিহার জেলায় চলে গিয়েছিল। কোনওটিকে দেখা যায় লোকালয়ে, আবার কোনওটিকে দেখা যায় জঙ্গলে।
advertisement
1/5

প্রাকৃতিক বিপর্যয়ে তোর্ষা নদীর জলে ভেসে যাওয়া দু'টি গণ্ডারকে পাতলাখাওয়া জঙ্গল থেকে উদ্ধার করে জলদাপাড়া জাতীয় উদ্যানে নিয়ে আসা হল। বন বিভাগের কর্মীদের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে। এখনও চলছে বন্যপ্রাণী উদ্ধার কাজ। এই কাজে বনকর্মীদের পাশাপাশি রয়েছেন চিকিৎসক ও বিশেষজ্ঞদের দল। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
2/5
জলদাপাড়া জাতীয় উদ্যান একশৃঙ্গ গণ্ডারের জন্য পরিচিত। গণ্ডার সংরক্ষণের বিষয়ে দেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই জাতীয় উদ্যান। প্রাকৃতিক বিপর্যয়ে এই জাতীয় উদ্যানের গণ্ডারগুলি সবচেয়ে বেশি বিপদের মুখে পড়ে।
advertisement
3/5
তোর্ষা নদীর জলে বয়ে গিয়ে বেশিরভাগ গণ্ডার কোচবিহার জেলায় চলে গিয়েছিল। কোনওটিকে দেখা যায় লোকালয়ে, আবার কোনওটিকে দেখা যায় জঙ্গলে।
advertisement
4/5
সেগুলির উপর নজর রাখছে বন বিভাগের একটি দল। এই গণ্ডারগুলিকে উদ্ধার করার জন্য ট্যাঙ্কুলাইজ টিম গঠন করা হয়েছে। এই নিয়ে ৮টি গণ্ডার উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
advertisement
5/5
জলদাপাড়া বন বিভাগের তরফে সোমবার আরও দু'টি গণ্ডার উদ্ধার করা হয়েছে। এই গণ্ডার দু'টির বয়স কম বলে জানা যায়। দু'টি গণ্ডারকে জলদাপাড়া জাতীয় উদ্যানে ছাড়া হয়েছে। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)