TRENDING:

ভারত-ভূটান সীমান্তে ভয় ধরাচ্ছে তোর্সা নদীর জলস্ফীতি! নজরদারিতে নামানো হল ভারতীয় সেনার চপার

Last Updated:
North Bengal Rain: উত্তরবঙ্গ এবং সিকিমে টানা মুষলধারে বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একাধিক জায়গায় ধস নামায় বহু মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে তোর্সা নদীর ভয়াবহ জলস্ফীতি।
advertisement
1/5
ভারত-ভূটান সীমান্তে ভয় ধরাচ্ছে তোর্সা নদীর জলস্ফীতি! নজরদারিতে নামানো হল ভারতীয় সেনার চপার
উত্তরবঙ্গ এবং সিকিমে টানা মুষলধারে বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একাধিক জায়গায় ধস নামায় বহু মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে তোর্সা নদীর ভয়াবহ জলস্ফীতি।
advertisement
2/5
প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি অঞ্চলে ধস নেমে রাস্তাঘাট, সেতু ও ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসের কারণে বহু মানুষ আটকে পড়েছেন দুর্গম এলাকাগুলিতে। মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে, আহতদের ও দুর্গতদের উদ্ধার কাজও শুরু হয়েছে।
advertisement
3/5
তোর্সা নদীর জলস্ফীতি সীমান্তবর্তী অঞ্চলে বাড়তি উদ্বেগের সৃষ্টি করেছে। ভারত-ভুটান সীমান্ত বরাবর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীর পার ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা, গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ। জলের স্রোত ভয় ধরানোর মত।
advertisement
4/5
এই সঙ্কটময় পরিস্থিতিতে উদ্ধারকার্যে নেমেছে ভারতীয় সেনা। ভুটানের ফুন্টশিলিং সংলগ্ন অঞ্চলে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে। বিপদগ্রস্তদের দ্রুত সরিয়ে আনতে শুরু হয়েছে সামরিক হেলিকপ্টার ব্যবহার।
advertisement
5/5
সেবকের ভারতীয় সেনার এভিয়েশন বেস থেকে দুটি চপার মোতায়েন করা হয়েছে পরিস্থিতির উপর নজরদারি এবং উদ্ধারকার্যের জন্য। এখনও পর্যন্ত বেশ কিছু মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
ভারত-ভূটান সীমান্তে ভয় ধরাচ্ছে তোর্সা নদীর জলস্ফীতি! নজরদারিতে নামানো হল ভারতীয় সেনার চপার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল