TRENDING:

প্রাণের তোয়াক্কা না করেই...! সাহসিকতার নজির গড়েছেন জলপাইগুড়ির দুই কন্যা, পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী

Last Updated:
নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে এক শিশুকে জলের স্রোত থেকে উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে এনেছিলেন এই দুই কন্যা
advertisement
1/5
জলপাইগুড়ির গর্ব! মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার পাচ্ছেন 'এই' দুই কন্যা
<strong>জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ</strong> ময়নাগুড়ির দুই কন্যার বীরত্ব। তিস্তায় ভেসে যাওয়া শিশুকে বাঁচিয়ে পাবেন রাজ্যের সংবর্ধনা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির দুই নবম শ্রেণির ছাত্রী পল্লবী কীর্তনিয়া ও মল্লিকা পা এবার রাজ্যের কন্যাশ্রী দিবসে বিশেষ সংবর্ধনা পাচ্ছেন। সৌজন্যে তাঁদের অসাধারণ সাহসিকতা।
advertisement
2/5
ঘটনাটি ঘটেছিল গত ৬ জুন। ময়নাগুড়ি ব্লকের মরিচবাড়ি এলাকার ঘাটে গল্প করছিলেন দুই বান্ধবী। হঠাৎ দেখেন এক মা দেড় বছরের শিশুকে তিস্তা নদীর জলে ভাসিয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে তাঁরা নদীর দিকে ছুটে যান। প্রাণের ঝুঁকি নিয়ে শিশুটিকে জলের স্রোত থেকে উদ্ধার করে নিরাপদে মায়ের কাছে ফিরিয়ে দেন। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
3/5
এই সাহসিকতার জন্য আগামী ১৪ আগস্ট কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে কন্যাশ্রী দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে সংবর্ধনা পাবেন পল্লবী ও মল্লিকা। উপস্থিত থাকবেন রাজ্যের নানা প্রান্ত থেকে আসা আরও বহু কন্যাশ্রী। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
4/5
জেলাশাসক শামা পারভিন বলেন, 'ওদের প্রত্যেকের জন্য আমরা গর্বিত'। ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডুর বক্তব্য, 'ওরা ময়নাগুড়ির গর্ব, ভবিষ্যতেও এমন কাজের দৃষ্টান্ত রাখবে'। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
5/5
সংবর্ধনা প্রাপ্তির খবরে উচ্ছ্বসিত দুই সাহসিনী। মল্লিকা বলেন, 'কোনও দিন ভাবিনি এমন সম্মান পাব'। পল্লবীর চোখেও আনন্দের ঝিলিক। তিনি বলেন, 'আমি খুব খুশি, এটা আমাদের জন্য জীবনের বড় মুহূর্ত'। (ছবি ও তথ্য সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
প্রাণের তোয়াক্কা না করেই...! সাহসিকতার নজির গড়েছেন জলপাইগুড়ির দুই কন্যা, পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল