TRENDING:

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে জল্পেশ মন্দিরে পুজো দিলেন, কী প্রার্থনা করলেন জানুন!

Last Updated:
উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এসেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে পুজো দিলেন বিপ্লব।
advertisement
1/5
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলার জল্পেশ মন্দিরে পুজো দিয়ে কী প্রার্থনা করলেন জানুন
জল্পেশ মন্দিরে পুজো দিয়ে কী প্রার্থনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এসেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। জলপাইগুড়ির জলপেশ মন্দিরে পুজো দিলেন তিনি।তবে আসন্ন ভোটের আগেই এই সফরে উত্তরবঙ্গের রাজনীতিতে ফের বাড়ছে জল্পনা।
advertisement
2/5
উত্তরবঙ্গের রাজনীতির আবহের মাঝেই জল্পেশ শিবমন্দিরে পুজো দিতে এলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। জলপাইগুড়ির এই ঐতিহ্যবাহী মন্দিরে এসে তিনি শিবলিঙ্গে জলার্ঘ্য নিবেদন করেন এবং উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের আরও ভাল ফলের আশায় প্রার্থনা করেন।
advertisement
3/5
গত বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গেই বিজেপির শক্তিশালী উপস্থিতি ছিল। ফলে আগামী নির্বাচনের দিকে তাকিয়েই উত্তরবঙ্গের মাটিতে নেতা-মন্ত্রীদের যাতায়াত বাড়ছে। সেই প্রেক্ষিতেই বিপ্লব দেবের এই পুজোকে রাজনৈতিক মহলের একাংশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।
advertisement
4/5
পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ছোটবেলা থেকে শুনে এসেছি বাংলা যা ভাবে, দেশ একদিন পর তা ভাবে। কিন্তু আজ আমরা পিছিয়ে পড়ছি। কেন এই অবনতি, তা খুঁজে বের করতেই হবে। বাংলা যেন আবার তার হারানো গৌরব ফিরে পায় সেই কামনাই করেছি শিবের কাছে।”
advertisement
5/5
জল্পেশ মন্দিরে শিবলিঙ্গ জলের নিচে অবস্থান করে—এই আকর্ষণীয় বৈশিষ্ট্য দেখে মুগ্ধ হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “প্রথমবার এখানে এসে পুজো দিলাম। অত্যন্ত পবিত্র ও শক্তির জায়গা। খুব ভালো লাগল।” তবে রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই প্রশ্ন, উত্তরবঙ্গ কি আবার বিজেপির নির্বাচনী কেন্দ্রবিন্দু হতে চলেছে? বিপ্লব দেবের এই সফর কি তারই ইঙ্গিত? তবে এখনই প্রকাশ্যে কিছু বলছেন না নেতারা।সময়ের অপেক্ষা।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে জল্পেশ মন্দিরে পুজো দিলেন, কী প্রার্থনা করলেন জানুন!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল