TRENDING:

Jalpaiguri News: ট্রেক করতে ভালবাসেন? এবার পুজোয় ঘুরে আসুন ভুটান... সহজেই বিদেশ ভ্রমণ

Last Updated:
চেলে লা পাস, বাইক রাইড থেকে শুরু করে ট্রেক কিংবা পর্যটকদের ঘুরতে আসার জন্য অসাধারণ একটি জায়গা। এখানে পাহাড়-পর্বত, গাছপালা, শান্ত নদীর সঙ্গে চোখে পড়ে রঙিন হিমালয় মোনাল সহ অন্যান্য নানা অচেনা পাখির আনাগোনা।
advertisement
1/6
ট্রেক করতে ভালবাসেন? এবার পুজোয় ঘুরে আসুন ভুটান... সহজেই বিদেশ ভ্রমণ
বিদেশ ভ্রমণের শখ! কিন্তু পকেট সায় দেয় না? আর চিন্তা নেই। উত্তরবঙ্গ লাগোয়া এই ভিন দেশে ঘুরতে যেতে পারবেন সহজেই। পকেটেও ভার পড়বে না বেশি। বলা হচ্ছে ভুটানের কথা। ভুটানের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য চেলে লা পাস।
advertisement
2/6
কী রয়েছে সেখানে? বলাই বাহুল্য একটুকরো ভূ-স্বর্গ! হিমালয়ের ঠিক কেন্দ্রে অবস্থিত, চেলে লা পাস , ভুটানের সর্বোচ্চ মোটরযানযোগ্য পাস। যা প্রায় ১৩,০৮৪ ফুট উচ্চতায় রয়েছে।এখান থেকে তুষারাবৃত হিমালয় পর্বতমালার খন্ড দর্শনে চোখ জুড়োবেই।
advertisement
3/6
চেলে লা হল ল্যান্ডস্কেপ, বন এবং নানা গাছ গাছালির অসাধারণ সৌন্দর্যের মিশ্রণ। মূলত, বসন্তের সময় পাসটি প্রস্ফুটিত রডোডেনড্রনের রঙে আকাশী লাল হয়ে যায়। যেই দৃশ্য ক্যামেরার পাশাপাশি মনের এক কোণায় বন্দি হয়ে থাকবে আজীবন।
advertisement
4/6
এই পাস থেকে পুরো ভিউটা প্যানোরামিক। রাজকীয় মাউন্ট জোমোলহারি এবং জিচু ড্রেক আকাশপথে গুরুত্বপূর্ণ যাতায়াত পথ হিসেবে বিবেচিত। পাশাপাশি, খাস্তা পাহাড়ের বাতাস এবং ভুটানি সংস্কৃতির ঝলমলে প্রার্থনার সঙ্গে পরিবেশ হয়ে ওঠে অত্যন্ত শান্ত, স্নিগ্ধ।
advertisement
5/6
চেলে লা পাস, ভুটানি ইতিহাসের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক পাস। এটি বহু শতাব্দী ধরে পারো এবং হা উপত্যকার মধ্যে একটি বাণিজ্য পথ সংযোগ করে । এরই সঙ্গে, এটি বেশিরভাগ ভুটানিদের জন্য একটি তীর্থস্থানও বটে।
advertisement
6/6
চেলে লা পাস, বাইক রাইড থেকে শুরু করে ট্রেক কিংবা পর্যটকদের ঘুরতে আসার জন্য অসাধারণ একটি জায়গা। এখানে পাহাড়-পর্বত, গাছপালা, শান্ত নদীর সঙ্গে চোখে পড়ে রঙিন হিমালয় মোনাল সহ অন্যান্য নানা অচেনা পাখির আনাগোনা। ভুটানি সংস্কৃতির মত এক্কেবারে ভিন একটা সংস্কৃতিকে চোখের সামনে পরখ করে দেখবার সুযোগ রয়েছে এখানে৷
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: ট্রেক করতে ভালবাসেন? এবার পুজোয় ঘুরে আসুন ভুটান... সহজেই বিদেশ ভ্রমণ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল