TRENDING:

Travel Offbeat: পাহাড়ে বৃষ্টি দেখার মজাই আলাদা! চট করে ঘুরে আসুন মুনথুম ভ্যালি

Last Updated:
Travel Offbeat: ঘণ্টার পর ঘণ্টা কাটুক এখানেই বসে থেকে। অবসরে, পাহাড়ের কোলে প্রিয়জনকে সঙ্গে নিয়ে।
advertisement
1/7
পাহাড়ে বৃষ্টি দেখার মজাই আলাদা! চট করে ঘুরে আসুন মুনথুম ভ্যালি
পাহাড়ে বৃষ্টি। বর্ষা। অনেকেই ভয় পান বৃষ্টিতে পাহাড়ে বেড়াতে। কিন্তু ভারী বৃষ্টি বাদে পাহাড়ের বৃষ্টিতে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। বৃষ্টিভেজা পাহাড়ে ঘুরতে যেতে যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য রইল দারুণ একটি অফবিট জায়গার খোঁজ।
advertisement
2/7
মুনথুম ভ্যালি। কালিম্পং থেকে মাত্র ১৪ কিলেমিটার দূরে এই মুনথুম ভ্যালি। একেবারে কমবাজেটে বেড়ানোর অন্যতম সেরা ডেস্টিনেশন।
advertisement
3/7
উত্তরবঙ্গের একেবারে অফবিট জায়গা বললে ভুল হবে না। পাহাড়ের কোলে ঝকঝকে ছোট্ট একটা গ্রাম। খুব বেশি হলে ১০ থেকে ১২ ঘরের বাস সেখানে। একেবারে শান্ত পরিবেশ। পাহাড়ের গা বেয়ে উঠে গিয়েছে রাস্তা।
advertisement
4/7
একেবারে শান্ত পরিবেশ। পাহাড়ের গা বেয়ে উঠে গিয়েছে রাস্তা। কালো পিচের রাস্তা এঁকে বেঁকে ঢুকে গিয়েছে মুনথুম ভ্যালির মধ্য দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে রাস্তা। পাহাড়, জঙ্গল, ঝরনা, সঙ্গে পাখি পাহাড়ে মেঘেদের আনাগোনা দেখা যাবে।
advertisement
5/7
মুনথুম শব্দের একটা আলাদা অর্থ রয়েছে। পাহাড়ি ভাষায় মুনথুম শব্দের অর্থ চাঁদের আলো বা জ্যোৎস্না। ছোট গ্রামে বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে আসুন। পায়ে পায়ে দেখে নিন গ্রামটি। পাহাড়ের কোলে মেঘেদের খেলা সেখানে বেশ কয়েকটা দিন কাটিয়ে আসতে পারেন।
advertisement
6/7
অদ্ভুত শান্তি এখানে পাওয়া যায়। বর্ষা সেখানে আরও মনোরম হয়ে ওঠে। অসাধারণ সুন্দর একটা জায়গা। এই মুনথুম থেকে কালিম্পং শহরের ১৮০ ডিগ্রি ভিউ পাওয়া যায়। দিনের থেকেও একানকার রাতের সৌন্দর্য মোহময়। বেশি সুন্দর দেখায় রাতের ভিউ।
advertisement
7/7
বর্ষায় যেখানেই যান না কেন, দুটি অপরিহার্য জিনিস ছাতা ও রেনকোট। পাহাড়ে বেড়াতে ছাতার থেকেও আবশ্যিক কিন্তু রেনকোট। ছাতা মাথায় হয়তো চলতে সমস্যা হয়। কিন্তু রেনকোট থাকলে হাত ফাঁকা থাকে। চলতে তেমন সমস্যা হয় না। দুপুরে লাঞ্চ সেরে বেড়িয়ে পড়ুন মুনথুমের রাস্তায়। মুনথুমের মধ্যেও থাকতে পারেন। ইন্টারনেটেই থাকার সমস্ত তথ্য পেয়ে যাবেন।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Travel Offbeat: পাহাড়ে বৃষ্টি দেখার মজাই আলাদা! চট করে ঘুরে আসুন মুনথুম ভ্যালি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল