Travel: এই সময়েই আপনি দার্জিলিং-কালিম্পং যাচ্ছেন না তো? বন্ধ থাকছে জাতীয় সড়ক! জানুন পাহাড়ে যাওয়ার বিকল্প রুট
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Travel: এই সময়েই আপনি পাহাড়ে যাচ্ছেন না তো? পড়তে হতে পারে বিরাট বিপদে! বন্ধ থাকছে রাস্তা! জেনে নিন কীভাবে যাবেন
advertisement
1/6

পর্যটনের ভরা মরশুমে বন্ধ থাকছে ১০ নম্বর জাতীয় সড়ক। সড়ক সম্প্রসারণের কাজের স্বার্থে সমস্ত ধরণের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা লাগু করা হয়েছে। photo source collected
advertisement
2/6
১০ নম্বর জাতীয় সড়কের রবিঝোরা থেকে ২৯ মাইল পর্যন্ত সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকছে টানা ৭২ ঘণ্টা। শুক্রবার কালিম্পং জেলা প্রশাসনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।photo source collected
advertisement
3/6
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ মে সকাল ৬টা থেকে ৯ মে সকাল ৬টা পর্যন্ত এই পথে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ধসের মাটি-পাথর সরিয়ে মেরামতির জন্য রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।photo source collected
advertisement
4/6
শুধুমাত্র ছোট যানবাহন রংপো থেকে মুনসং, ১৭ মাইল, গরুবাথান, আলগারাহ, লাভা হয়ে শিলিগুড়ির দিকে যাবে এবং এর বদলে উল্টোপথে শিলিগুড়ি থেকে কালিম্পং যাবে।চিত্রে থেকে ছোট ছোট যানবাহন চলাচল করবে।photo source collected
advertisement
5/6
কালিম্পং শহর আলগারাহ লাভা গোরুবাথান এবং শিলিগুড়ি এবং এর বদলে পণ্যবাহী গাড়ি চিত্রে হয়ে কালিম্পং শহরে যাবে। সেখান থেকে আলগাড়া, লাভা, গরুবাথান এবং শিলিগুড়িতে যাবে একইভাবে উল্টোপথে ফেরত আসবে।photo source collected
advertisement
6/6
এই রাস্তায় পণ্যবাহী গাড়ি রাত ৯ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত চলাচল করবে। পণ্যবাহী গাড়ি এবং ছোট যানবাহন রেসি, পেডং আলগারাহ লাভা গোরুবাথান রুটে, শিলিগুড়ি এবং এর বিপরীতে চব্বিশ ঘণ্টা চলাচল করবে। (তথ্য: অনির্বাণ রায়)