TRENDING:

Travel Destinations: বড়দিনের ছুটিতে নিরিবিলিতে 'সবুজের কোলে'! কম খরচে ঘুরে আসুন অফবিট 'এই' জায়গা থেকে

Last Updated:
Travel Destination: নিরিবিলিতে বেড়াতে যাওয়ার জায়গা খুঁজছেন! ঘুরে আসুন দার্জিলিংয়ের এই অফবিট জায়গা থেকে।
advertisement
1/6
বড়দিনের ছুটিতে নিরিবিলিতে 'সবুজের কোলে'!কম খরচে ঘুরে আসুন অফবিট 'এই' জায়গা থেকে
দার্জিলিং: উত্তরবঙ্গের যে সব পাহাড়ি গ্রামগুলোতে শান্তির খোঁজে পর্যটকরা ভিড় করেন, বিজনবাড়ি হল তাদের মধ্যেই অন্যতম।
advertisement
2/6
পাহাড়ে ঘেরা সবুজে সাজানো অসাধারণ এই জায়গায় দিন কয়েকের অবসরযাপন জীবনভর এক স্বর্ণালী স্মৃতি হয়ে রয়ে যাবে।
advertisement
3/6
ভোর হওয়া মাত্রই শুরু হয়ে যায় পাখিদের কলতান। হোমস্টের বারান্দাতে বসে গরম কফির কাপে চুমুক দিতে দিতে দেখতে পাবেন খরস্রোতা রঙ্গিতের বয়ে চলা।
advertisement
4/6
সবজির পাশাপাশি কমলালেবু ও আনারসেরও চাষ হয় এখানে। এছাড়াও এলাকাজুড়ে রয়েছে রং-বেরঙের নানা পাহাড়ি ফুল। যা শোভা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
advertisement
5/6
ট্রেনে করে চলে আসুন নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে গাড়ি বুক করে সরাসরি চলে আসুন বিজনবাড়ি। তার পর পায়ে হেঁটে চলে যান হোম স্টে-তে।
advertisement
6/6
দার্জিলিংয়ের অফবিট পর্যটনস্থান এই বিজনবাড়ি। ফলে খরচটা অন্যান্য জায়গার তুলনায় বেশ কিছুটা বেশি। থাকা-খাওয়া মিলিয়ে মাথাপিছু দিন প্রতি ২ হাজার টাকা খরচ পড়তে পারে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Travel Destinations: বড়দিনের ছুটিতে নিরিবিলিতে 'সবুজের কোলে'! কম খরচে ঘুরে আসুন অফবিট 'এই' জায়গা থেকে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল