Train News: ট্রেনে হঠাৎ পেটে ব্যথা তরুণীর, থেমে গেল কলকাতাগামী ট্রেন! চিকিৎসক জিজ্ঞেস করলেন কী হয়েছে? তারপর...
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:RAJKUMAR KARMAKAR
Last Updated:
Indian Railways viral news: ট্রেনেই ফুটফুটে ছেলের জন্ম দিলেন বিহারের তরুণী। ট্রেনের কামরায় তৈরি হল অস্থায়ী লেবার রুম। ডাক্তার নার্সের উপস্থিতিতে নারি কাটা থেকে সন্তান প্রসবের সব কাজ হল।
advertisement
1/6

ট্রেনেই ফুটফুটে ছেলের জন্ম দিলেন বিহারের তরুণী। ট্রেনের কামরায় তৈরি হল অস্থায়ী লেবার রুম। ডাক্তার নার্সের উপস্থিতিতে নারি কাটা থেকে সন্তান প্রসবের সব কাজ হল। Representative image
advertisement
2/6
১ ঘন্টা ২১ মিনিট স্টেশনে দাঁড়িয়ে থাকল তিস্তা তোর্সা এক্সপ্রেস। গুয়াহাটি থেকে বিহারের ভাগল পুরে বাড়ি ফিরছিলেন গর্ভবতী নেহা দেবী (২৬)। Representative Image
advertisement
3/6
কোয়েম্বাটুর এক্সপ্রেসে ফিরছিলেন তারা। কিন্তু পেটে ব্যথা শুরু হওয়ায় নিউ আলিপুরদুয়ার স্টেশনে নেমে যান তিনি। সেসময় স্টেশনে দাঁড়িয়ে ছিল কলকাতা গামী তিস্তা তোর্সা এক্সপ্রেস। Image: AI
advertisement
4/6
সেখানে রেলের কামরাতেই হল অস্থায়ী লেবার রুম। সেখানে ডাক্তার নার্স সব চলে আসে। ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন নেহাদেবী। মা ও সন্তান দুজনেই সুস্থ আছে। image: chatgpt
advertisement
5/6
তাদের আপাতত জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার কারণে ১ ঘন্টা ২১ মিনিট দেড়িতে ছাড়ে তিস্তাতোর্সা এক্সপ্রেস।
advertisement
6/6
তবে যাত্রীরা রেলের এই ভুমিকাকে কুর্ণিশ জানিয়েছে। রেলের এই দেড়িতে চলা হাসিমুখে মেনে নিয়েছেন যাত্রীরা। Image: AI