Train Accident: ফের সেই রাঙাপানি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ ঘটনার দেড় মাসের মধ্যেই ট্রেন দুর্ঘটনা! আঁতকে উঠল সকলে
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Train Accident: বুধবার দুপুর নাগাদ কলকাতা থেকে রাঙাপানির কাছে নুমরিগর রিফাইনারিতে ঢোকার আগে রাঙাপানিতে লাইনচ্যুত হয় ওই মালগাড়িটি বলে জানা গিয়েছে।
advertisement
1/7

ফের রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ল ট্রেন। তবে এবার খনিজ তেলের মালবাহী ট্রেন লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে।
advertisement
2/7
বুধবার দুপুর নাগাদ কলকাতা থেকে রাঙাপানির কাছে নুমরিগর রিফাইনারিতে ঢোকার আগে রাঙাপানিতে লাইনচ্যুত হয় ওই মালগাড়িটি বলে জানা গিয়েছে। ঘটনায় ফের চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।
advertisement
3/7
ডাউন লাইনে ওই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয় ওই লাইনে। কিন্তু ওই ঘটনায় ফের একবার ওই রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
4/7
রেল সূত্রে জানা গিয়েছে, চটহাট স্টেশন পার করার পর রাঙাপানি থেকে একটি ডাউন লাইন নুমরিগর রিফাইনারিতে যায়। ট্রেনটি রাঙাপানি থেকে বাঁক নিয়ে রিফাইনারির দিকে যাওয়ার সময় মাঝের দুটো কামরা লাইনচ্যুত হয়।
advertisement
5/7
খবর পাওয়া মাত্র নিউ জলপাইগুড়ি লোকো শেড থেকে রিকভারি ইঞ্জিন ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। দ্রুত কামরা দুটিকে ফের লাইনে তোলার কাজ শুরু হয়েছে।
advertisement
6/7
ফের রাঙাপানিতে দুর্ঘটনা
advertisement
7/7
ঘুরপথে ট্রেন চালাচ্ছে রেল। এনজেপি থেকে শিলিগুড়িঞ্জংশন, বাগডোগরা, আলুয়াবাড়ি ট্র্যাক ধরে চলছে দূরপাল্লার ট্রেন। তেমনি অসমগামী ট্রেনিগুলি চলছে শিলিগুড়ি জংশন, সেবক, মালবাজার ট্র্যাক ধরে। ঘটনায় ট্যুইট করে ফের রেলকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।