Train accident in West Bengal: বগির উপর বগি, কান্নার রোল, ময়নাগুড়ির ভয়াবহ ট্রেন দুর্ঘটনার শিউরে ওঠা সব ছবি...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Train accident in West Bengal: আলিপুরদুয়ার ডিভিশনের নিউ ময়নাগুড়ি এবং নিউ দোমোহনি সেকশনে এই ঘটনা ঘটেছে।
advertisement
1/5

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটল উত্তরবঙ্গের ময়নাগুড়িতে (Train accident in West Bengal)। ময়নাগুড়ির দোমহনীতে লাইনচ্যুত হয়ে গিয়েছে বিকানের-গৌহাটি এক্সপ্রেস। আর তার জেরে বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
advertisement
2/5
বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ ময়নাগুড়ির দোমহনী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এক্সপ্রেসটির অন্তত ৬টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। পটনা থেকে গুয়াহাটিগামী ওই ট্রেনটি বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে ঘটনাস্থলে পৌঁছয় একটি উদ্ধারকারী দল।
advertisement
3/5
ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে উদ্ধারকারী দল। তবে, সন্ধ্যে হয়ে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে। Bikaner-Ghy 15633 ট্রেনটির ৬টি বগি দুমড়ে-মুচড়ে গিয়েছে। রেল লাইনের ধারেই এখনও পড়ে রয়েছেন বহু মানুষ। তাঁদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক বলে দাবি স্থানীয় মানুষের।
advertisement
4/5
দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার ছিল বলে প্রাথমিক ভাবে খবর পাওয়া গিয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের নিউ ময়নাগুড়ি এবং নিউ দোমোহনি সেকশনে এই ঘটনা ঘটেছে।
advertisement
5/5
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনতে পেরে তাঁরা এগিয়ে আসেন। তখনই দেখেন ওই ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যূত হয়েছে।