TRENDING:

শুরু হল সান্ধ্য টয় ট্রেন, রাতের পাহাড় আর চা-বাগানের রোমাঞ্চ এবার হাতের মুঠোয়

Last Updated:
advertisement
1/7
শুরু হল সান্ধ্য টয় ট্রেন, রাতের পাহাড় আর চা-বাগানের রোমাঞ্চ এবার হাতের মুঠোয়
• পাহাড়ের কোল বেয়ে নেমে যাচ্ছে সূয্যি মামা...হালকা কুয়াশার সঙ্গে ভাব জমাচ্ছে চা বাগানের অজানা গল্পরা...মিঠে ঠান্ডায় ঝাউ আর পাইনের বন গোপনে শিউরে উঠছে ৷ এমন সময় কু ঝিক ঝিক গাড়িতে ‘মেরে স্বপনো কি রানি’-র নস্টালজিয়ায় মেখে আপনি বেড়িয়ে পড়লেন ৷ কেমন লাগবে?
advertisement
2/7
• সেই মেদুরতাই এবার পাওয়া যাবে ৷ সৌজন্যে সান্ধ্য টয় ট্রেন ৷ রবিবারই যাত্রা শুরু হয়েছে এই টয় ট্রেনের ৷ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) জানাচ্ছে, শিলিগুড়ি থেকে তিন ঘণ্টার পথে রং টং যাবে এটি ৷ আবার ফিরেও আসবে যাত্রীদের নিয়ে ৷
advertisement
3/7
• রবিবার সবুজ পতাকা নেড়ে ট্রেনের যাত্রার সূচনা করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিভিশনাল ম্যানেজার চন্দ্রপ্রকাশ গুপ্তা। অনুষ্ঠানে ডিএইচআরের ডিরেক্টর এম কে নার্জারিও উপস্থিত ছিলেন। ডিআরএম বলেন, ‘‘দার্জিলিং হিমালয়ান রেলওয়ের হেরিটেজ ট্রেন হিসাবে টয় ট্রেনের নতুন সার্ভিস চালু করা হল। এই ট্রেন চালিয়ে আয় করা আমাদের উদ্দেশ্য নয়। ডিএইচআরের যে ঐতিহ্য রয়েছে মানুষের কাছে সেই বার্তা দিতেই ট্রেনটি চালানো হচ্ছে। রোজই ট্রেনটি চলবে। আমরা এনিয়ে আরও বেশি প্রচারও করব। এই ভ্রমণে পর্যটকদের উত্‍সাহিত করার জন্য আমরা বিভিন্ন ট্যুর অপারেটরদেরও বলব।’’
advertisement
4/7
• তবে এই ট্রেনের অন্যতম আকর্ষণ হল, এতে থাকছে ডাইনিং কোচ ৷ সেখানে পছন্দের খাবারও পাবেন যাত্রীরা ৷ নৈশব্দের বুক চিরে চলতে চলতে, ঝিঁ ঝিঁ পোকার ডাকের মধ্যে নিজের সঙ্গে নিজে হারিয়ে যেতে যেতে এখন ধোঁয়া ওঠা গরম কফির কাপে চুমুক দিতে পারবেন ৷ কামড় বসাতে পারবেন পছন্দের খাবারে ৷
advertisement
5/7
• ডিএইচআর জানাচ্ছে, এই রুট জনপ্রিয় হলে যাত্রাপথ আরও বাড়ানো হবে ৷ পর্যটকদের হেরিটেজের স্বাদ দিতে স্টিম ইঞ্জিনেই চলবে এই ট্রেন ৷ দু’টি কোচ রয়েছে এতে ৷ দু’টিই হেরিটেজ কোচ ৷ ইঞ্জিনের পরে রয়েছে জেনারেল কোচ ৷ তাতে আসন সংখ্যা ১৭ ৷ এরপরে ডাইনিং কোচ ৷ সেখানে ১২ জন বসতে পারবেন ৷ প্রথমদিন ট্রেনে ছিলেন ৮জন যাত্রী ৷
advertisement
6/7
• অনলাইনেও পাওয়া যাচ্ছে সান্ধ্য টয় ট্রেনের টিকিট ৷ প্রতিদিন শিলিগুড়ি থেকে বেলা ৩টের সময় ছাড়বে এি ট্রেন ৷ রং টং-য়ে পৌঁছবে বিকেল ৪টেয় ৷ সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার সাড়ে ৪টেয় রওনা হবে ৷ শিলিগুড়ি পৌঁছবে সন্ধে ৬টা নাগাদ ৷
advertisement
7/7
• এই টয় ট্রেনের আসন ভাড়া ১০০০ টাকা ৷ ডাইনিং কোচের ভাড়া আসন প্রতি ১২০০ টাকা ৷
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
শুরু হল সান্ধ্য টয় ট্রেন, রাতের পাহাড় আর চা-বাগানের রোমাঞ্চ এবার হাতের মুঠোয়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল