Snowfall at Tiger Hill: মরশুমের প্রথম তুষারপাত টাইগার হিলে, মুগ্ধ পর্যটকরা! বরফ পড়ল ঘুম, টুমলিংয়েও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন বরফের আস্তরণে ঢাকা পড়েছে ঘুমের রাস্তাও৷ তুষারপাত হয়েছে জোড়বাংলোতেও (Snowfall at Tiger Hill)৷
advertisement
1/6

মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকল টাইগার হিল৷ সূর্যোদয় দেখার জন্য বিখ্যাত টাইগার হিল সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে৷ স্বভাবতই দার্জিলিংয়ে বেড়াতে এসে টাইগার হিলে আসা পর্যটকরা দারুণ খুশি৷
advertisement
2/6
গত কয়েকদিন ধরেই বরফ পড়ছিল টুমলিংয়ে৷ সান্দাকফুর পথে এই ছোট্ট গ্রামে এ দিনও তুষারপাত হয়েছে৷ এ দিন বরফ পড়েছে সান্দাকফুতেও৷
advertisement
3/6
এর পাশাপাশি এ দিন বরফের আস্তরণে ঢাকা পড়েছে ঘুমের রাস্তাও৷ তুষারপাত হয়েছে জোড়বাংলোতেও৷
advertisement
4/6
বেড়াতে এসে দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় তুষারপাতে দারুণ খুশি পর্যটকরা৷ বরফ পড়ার ছবি তোলার সঙ্গে সকাল থেকেই সেলফি, গ্রুফি তুলতে ব্যস্ত তাঁরা৷
advertisement
5/6
তুষারপাতের সঙ্গে সঙ্গেই দার্জিলিং জুড়ে আরও কনকনে ঠান্ডা পড়েছে৷ আরও নেমে গিয়েছে তাপমাত্রা৷ উত্তরবঙ্গের পার্বত্য এলাকার উঁচু জায়গাগুলিতে আজও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
6/6
দার্জিলিংয়ের পাশাপাশি সিকিমের লাচুং, ইয়ুমথামেও প্রবল তুষারপাত হয়েছে। উত্তর সিকিমের এই সমস্ত এলাকায় আজ পর্যটকদের ঘুরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে সিকিম প্রশাসন৷