Snowfall in Sikkim: সিকিমে প্রবল তুষারপাতে আটকে পর্যটকরা, ৫০০ জনকে উদ্ধার; শয়ে শয়ে আটকে গাড়ি
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
উত্তর সিকিমে ভারী তুষার পাত, আটকে কলকাতা সহ অন্যান্য স্থানের পর্যটক, উদ্ধারে সেনা।সেনা বাহিনীর ত্রীশক্তি কর্পস এর পক্ষ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে,
advertisement
1/5

উত্তর সিকিমে ভারী তুষারপাত। আটকে কলকাতা-সহ অন্যান্য স্থানের পর্যটক, উদ্ধারে সেনা।
advertisement
2/5
সেনা বাহিনীর ত্রিশক্তি কর্পস এর পক্ষ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বুধবার আচমকাই উত্তর সিকিমের নাথুলা অঞ্চল-সহ বেশ কিছু এলাকায় ভারী তুষার পাত ঘটে।
advertisement
3/5
যার ফলে উত্তর সিকিমের সেই সব জায়গায় বেড়াতে আসা কলকাতা-সহ দেশের অন্যান্য অংশের বহু পর্যটক তুষার পাতের কবলে পরে।
advertisement
4/5
অনেকেই অসুস্থ হয়ে যায়, দ্রুত পর্যটকদের উদ্ধারের কাজে নামে ত্রি শক্তি কর্পস এর সেনা জওয়ানেরা।
advertisement
5/5
ইতিমধ্যে ৫০০ জন পর্যটক এবং ১৭৫ টি আটকে পরা গাড়িকে নিরাপদ স্থানে আনা হয়েছে, অসুস্থ্য পর্যটকদের চিকিৎসা পরিষেবা প্রদান করছে সেনা বাহিনী।