Alipurduar News: আলিপুরদুয়ার থেকে মাত্র ৬০ কিমি দূরে পড়ছে বরফ! কম খরচে টুক করে ঘুরে আসুন এই শহর থেকে
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
North Bengal news: বরফে সাদা হয়ে রয়েছে ভুটান। বসন্ত এখনও প্রবেশ করেনি ভুটানে। প্রতিদিন তুষারপাত হচ্ছে ভুটানের থিম্পু, পারোতে। ভুটানের এই সুন্দরী রূপ দেখতে ভিড় জমছে পর্যটকদের।
advertisement
1/5

বরফে সাদা হয়ে রয়েছে ভুটান। বসন্ত এখনও প্রবেশ করেনি ভুটানে। প্রতিদিন তুষারপাত হচ্ছে ভুটানের থিম্পু, পারোতে। ভুটানের এই সুন্দরী রূপ দেখতে ভিড় জমছে পর্যটকদের।
advertisement
2/5
বরফে ঢেকে রয়েছে রাস্তাঘাট। পুনাখাতে আজ সকালে বরফপাত হয়। যার ফলে চারিদিক বরফে সাদা। বরফপাতের কারণে আটকে রয়েছে বহু গাড়ি। চালকেরা নিজেরা হাত লাগিয়ে পরিষ্কার করছেন রাস্তা।
advertisement
3/5
সাধারণত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে তুষারপাত হয় ভুটানজুড়ে। কিন্তু এবারে জানুয়ারি মাসে বরফপাত হয়নি। ফেব্রুয়ারির শেষে দেখা গেল বরফপাত। যদিও ফেব্রুয়ারি শুরু হতেই পর্যটকরা যেতে শুরু করে ভুটানে।
advertisement
4/5
গত সপ্তাহ থেকে বরফপাত শুরু হয়েছে ভুটান জুড়ে। বিশেষ করে পারো ও পার্শ্ববর্তী এলাকায় বেশি বরফপাত হচ্ছে বলে জানা গিয়েছে। বরফ দিয়ে ভুটান সেজে উঠতেই শুরু হয়েছে থিম্পুতে উৎসব।
advertisement
5/5
ভুটানের আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই বরফপাত মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। বসন্ত দেরিতেই প্রবেশ করবে ভুটানে। ভুটানের বসন্তকালীন উৎসবের প্রস্তুতি আপাতত স্থগিত থাকবে। এদিকে ফুন্টশলিং-এর পেডিস্ট্রিয়ান টার্মিনালে দেখা যাচ্ছে পর্যটকদের ভিড়।