TRENDING:

Alipurduar News: আলিপুরদুয়ার থেকে মাত্র ৬০ কিমি দূরে পড়ছে বরফ! কম খরচে টুক করে ঘুরে আসুন এই শহর থেকে

Last Updated:
North Bengal news: বরফে সাদা হয়ে রয়েছে ভুটান। বসন্ত এখনও প্রবেশ করেনি ভুটানে। প্রতিদিন তুষারপাত হচ্ছে ভুটানের থিম্পু, পারোতে। ভুটানের এই সুন্দরী রূপ দেখতে ভিড় জমছে পর্যটকদের।
advertisement
1/5
আলিপুরদুয়ার থেকে মাত্র ৬০ কিমি দূরে পড়ছে বরফ! কম খরচে টুক করে ঘুরে আসুন এই শহর থেকে
বরফে সাদা হয়ে রয়েছে ভুটান। বসন্ত এখনও প্রবেশ করেনি ভুটানে। প্রতিদিন তুষারপাত হচ্ছে ভুটানের থিম্পু, পারোতে। ভুটানের এই সুন্দরী রূপ দেখতে ভিড় জমছে পর্যটকদের।
advertisement
2/5
বরফে ঢেকে রয়েছে রাস্তাঘাট। পুনাখাতে আজ সকালে বরফপাত হয়। যার ফলে চারিদিক বরফে সাদা। বরফপাতের কারণে আটকে রয়েছে বহু গাড়ি। চালকেরা নিজেরা হাত লাগিয়ে পরিষ্কার করছেন রাস্তা।
advertisement
3/5
সাধারণত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে তুষারপাত হয় ভুটানজুড়ে। কিন্তু এবারে জানুয়ারি মাসে বরফপাত হয়নি। ফেব্রুয়ারির শেষে দেখা গেল বরফপাত। যদিও ফেব্রুয়ারি শুরু হতেই পর্যটকরা যেতে শুরু করে ভুটানে।
advertisement
4/5
গত সপ্তাহ থেকে বরফপাত শুরু হয়েছে ভুটান জুড়ে। বিশেষ করে পারো ও পার্শ্ববর্তী এলাকায় বেশি বরফপাত হচ্ছে বলে জানা গিয়েছে। বরফ দিয়ে ভুটান সেজে উঠতেই শুরু হয়েছে থিম্পুতে উৎসব।
advertisement
5/5
ভুটানের আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই বরফপাত মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। বসন্ত দেরিতেই প্রবেশ করবে ভুটানে। ভুটানের বসন্তকালীন উৎসবের প্রস্তুতি আপাতত স্থগিত থাকবে। এদিকে ফুন্টশলিং-এর পেডিস্ট্রিয়ান টার্মিনালে দেখা যাচ্ছে পর্যটকদের ভিড়।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Alipurduar News: আলিপুরদুয়ার থেকে মাত্র ৬০ কিমি দূরে পড়ছে বরফ! কম খরচে টুক করে ঘুরে আসুন এই শহর থেকে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল