TRENDING:

Offbeat Places: ছবির মতো সুন্দর,পাহাড়-নদী-লেবু বাগান,মাত্র ১৫০০ টাকায় ঘুরে আসুন এই অফবিট জায়গায়

Last Updated:
Offbeat Places: যাঁরা এই বসন্তে ভাবছেন একটু নিরিবিলিতে ছুটি কাটাবেন তাঁরা চোখ বন্ধ করে চলে অসতে পারেন এই শাসিং ভ্যালিতে।
advertisement
1/5
ছবির মতো সুন্দর,পাহাড়-নদী-লেবু বাগান,মাত্র ১৫০০ টাকায় ঘুরে আসুন এই অফবিট জায়গায়
শাসিং ভ্যালি। একেবারেই অচেনা একটা নাম। কমলালেবুর বাগান ভরে রয়েছে এই গ্রাম । সিটংকে কড়া টক্কর দেওয়ার ক্ষমতা রাখে এই শাসিং ভ্যালি।
advertisement
2/5
বাইকারদের পক্ষেও বেশ ভাল জায়গা এটি। যাঁরা এই বসন্তে ভাবছেন একটু নিরিবিলিতে ছুটি কাটাবেন তাঁরা চোখ বন্ধ করে চলে অসতে পারেন এই শাসিং ভ্যালিতে।
advertisement
3/5
শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে ঘুম পর্যন্ত চলে আসুন শেয়ার গাড়িতে। জনপ্রতি ভাড়া নেবে আড়াইশো টাকা। ঘুম থেকে লেপচা জগতে যাওয়ার পথে পড়বে ঘুম ভাঞ্জে। সেখান থেকেই রাস্তা বেঁকে গিয়েছে শাসিং ভ্যালির দিকে।
advertisement
4/5
একেবারেই অফবিট জায়গা এটি। এই ভ্যালির পাশ দিয়েই বয়ে গিয়েছে রঙ্গিত নদী। এখানে একেবারে অরগ্যানিক পরিবেশে থাকতে পারবেন। নেই কোনও দূষণ।
advertisement
5/5
দোলের ছুটিতে ঘুরে আসুন শাসিং ভ্যালি। থাকার জন্য হোম স্টে রয়েছে। যার খরচ খাওয়া দাওয়া সহ জনপ্রতি ১৫০০ টাকা ।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Offbeat Places: ছবির মতো সুন্দর,পাহাড়-নদী-লেবু বাগান,মাত্র ১৫০০ টাকায় ঘুরে আসুন এই অফবিট জায়গায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল