Tortoise: শিবরাত্রির দিন দিঘি থেকে দোকানে উঠে এল এ কোন প্রাণী! অবাক ঘটনা কোচবিহারে, পুজো দিল সকলে
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Tortoise: কবিরাজ বাগানের পাশেই রয়েছে রাজ আমলের হেরিটেজ কাইয়া দিঘি।
advertisement
1/5

শিব চতুর্দশীতে ঘটল এক অবাক করা ঘটনা। কোচবিহার কবিরাজ বাগান সংলগ্ন এলাকায়।
advertisement
2/5
কবিরাজ বাগানের পাশেই রয়েছে রাজ আমলের হেরিটেজ কাইয়া দিঘি। এদিন এই দিঘি থেকেই এক বড় কচ্ছপ উঠে আসে দিঘি সংলগ্ন এক দোকানের ভেতর।
advertisement
3/5
দোকানের কর্ণধার অভিষেক বণিক জানান, আচমকা কচ্ছপটি দেখে অবাক হয়ে যান তাঁরা। এরপর রীতিমতো ফুল, বেলপাতা দিয়ে পুজোও দেন কচ্ছপটিকে।
advertisement
4/5
পরবর্তী সময়ে সেখানে বন্যপ্রাণ উদ্ধারকারী অর্ধেন্দু বণিক এসে পৌঁছন। এরপর তিনি কচ্ছপটিকে দোকান থেকে নিয়ে গিয়ে পুনরায় দিঘিতে ছেড়ে দেন।
advertisement
5/5
অর্ধেন্দু বণিক জানান, এটি ব্ল্যাক সফট শেল কচ্ছপ। ডিম পাড়ার জন্য এঁরা এই সময় মাটিতে উঠে আসে। তবে এই দিঘি জঙ্গলে ভর্তি থাকায় ডাঙায় উঠে আসে কচ্ছপটি।