North Bengal Weather Update: ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি, সপ্তাহব্যাপী উত্তরের জেলাগুলিতে ঝড়-ঝঞ্ঝাট
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
Malda News: চলতি সপ্তাহের পাশাপাশি আগামী সপ্তাহেও জেলাগুলিতে ঠান্ডা অনুভব হবে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে।
advertisement
1/5

মালদহ: ফের ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বুধবার মুষলধারে বৃষ্টির পর গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার কিছুটা স্বস্তি। সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাত হয়নি। তবে যে কোন মুহূর্তে মুষলধারে বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে গৌড়বঙ্গের জেলাগুলিতে।
advertisement
2/5
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ থাকবে।তবে দিনে দুই থেকে তিনবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে কিছুটা দুর্যোগ কেটে যাবে। বৃষ্টির পূর্বাভাস না থাকলেও গৌড়বঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন মেঘলা আকাশ থাকবে।
advertisement
3/5
আগামী সপ্তাহের প্রথম দিন থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তনের সম্ভাবনা। লাগাতার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গৌড়বঙ্গের জেলাগুলিতে কখনও মাঝারি কখনও আবার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল।
advertisement
4/5
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকবে। সোমবার থেকে শুরু হবে আবারও বৃষ্টিপাত। লাগাতার বৃষ্টির জেরে জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নেমে গিয়েছে।
advertisement
5/5
তাপমাত্রার পরিবর্তন হওয়ায় চৈত্রেও ঠান্ডা অনুভূতি গৌড়বঙ্গের জেলাগুলিতে। চলতি সপ্তাহের পাশাপাশি আগামী সপ্তাহেও জেলাগুলিতে ঠান্ডা অনুভব হবে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে।