Time lost In Dooars Forest: ডুয়ার্সের জঙ্গলে হারিয়ে যাচ্ছে সময়, ফিরে আসছে আধঘণ্টা পরে! কাণ্ডটা ঠিক কী
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Mystery in Gorumara Jungle ভারতের এখানে গেলেই সময় এগিয়ে যায় আধ ঘণ্টা! যেতে হবে না বিদেশ। রহস্যময়ী জায়গা রয়েছে উত্তরবঙ্গেই। আধঘণ্টার ‘টাইম ট্র্যাভেল’ অবিশ্বাস্য হলেও সত্যি!
advertisement
1/5

জলপাইগুড়ি:ভারতের এখানে গেলেই সময় এগিয়ে যায় আধ ঘণ্টা! যেতে হবে না বিদেশ বিভুঁয়ে। রহস্যময়ী জায়গা রয়েছে উত্তরবঙ্গেই। আধঘণ্টার ‘টাইম ট্র্যাভেল’ অবিশ্বাস্য হলেও সত্যি! সিনেমায় ‘টাইম মেশিন’ দেখে বিস্ময়ে ডুবে গেছি অনেকবার। কিন্তু বাস্তবে? বিশ্বাস করতে কষ্ট হলেও, জলপাইগুড়ির লাটাগুড়িতে ঘটছে এমনই এক অভিজ্ঞতা৷ মোবাইলের সময় হঠাৎই যেন পেরিয়ে যাচ্ছে ভবিষ্যতে! Photo- Representative
advertisement
2/5
ময়নাগুড়ি হয়ে লাটাগুড়ির রাস্তা ধরে চালসা বা মূর্তি নদীর দিকে যাওয়ার পথে, গরুমারা জঙ্গলের মধ্যবর্তী এলাকায় রয়েছে এক ‘অদৃশ্য টাইম জোন’। সেই পথের মধ্যেই ‘মহাকাল মন্দির’ নামে পরিচিত এক বিশ্বাসের স্থান, যেখানে বহু যাত্রী হাত জোড় করে পুজো দেন হাতির ভয়ের থেকে রক্ষা পেতে। Photo- Facebook/ Collected
advertisement
3/5
কিন্তু এই বিশ্বাস ছাড়াও এখানে রয়েছে এক অদ্ভুত বৈজ্ঞানিক রহস্য। বহু পর্যটক জানিয়েছেন, মন্দিরের কাছাকাছি এলে হঠাৎ করেই তাঁদের মোবাইলে সময় দেখাচ্ছে আধঘণ্টা এগিয়ে! মোবাইলের টাইম সেটিংস থাকতে হবে ‘অটোমেটিক’ মোডে।
advertisement
4/5
ভূগোলবিদদের মতে, এটি সময়-জোনের খেলা। ভারতের সময় জিএমটি +৫:৩০, আর বাংলাদেশের সময় জিএমটি +৬। অনুমান করা হচ্ছে, এই বিশেষ অঞ্চলে বাংলাদেশের সময় কোনওভাবে ডিটেক্ট করছে জিপিএস।
advertisement
5/5
তাই সাময়িকভাবে সময় এগিয়ে যাচ্ছে। রহস্য, প্রকৃতি আর বিশ্বাস—সব মিলিয়ে লাটাগুড়ি যেন ডুয়ার্সের বুকে এক অভিনব টাইম ট্র্যাভেল গন্তব্য! Input- Surajit Dey