Corona Situation In Darjeeling: তুষারপাত, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘায় জমজমাট ছিল দার্জিলিং, পাহাড়ের বিপদ বাড়ালেন তিন পর্যটক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Corona Situaion In Darjeeling: গত কয়েকদিনে জমজমাট ছিল দার্জিলিং। তবে এবার পর্যটকরাই শৈলশহরের বিপদ বাড়িয়ে দিলেন।
advertisement
1/6

কোভিড আক্রান্ত ৩ পর্যটক। শৈলশহর দার্জিলিংয়ে বেড়াতে এসেছিলেন তাঁরা। দার্জিলিংয়ের প্রশাসন এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে।
advertisement
2/6
বুধবার পর্যটকদের সোয়াব পাঠানো হয়েছিল ল্যাবে। রিপোর্ট পজিটিভ এসছে বলে জানান দার্জিলিং জেলা হাসপাতালের সুপার শুভাশীষ চন্দ।
advertisement
3/6
তিনি জানান, পাহাড়েও সংক্রমণ ছড়াচ্ছে। অবিলম্বে পর্যটকদের বেড়াতে আসা বন্ধ করতে হবে।
advertisement
4/6
গত কয়েকদিন ধরে দার্জিলিং জমজমাট। দারুন আবহাওয়া। ফলে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখেছিন অনেকেই। তার সঙ্গে উপরি পাওনা তুষারপাত। ফলে পাহাড়ে ভিড় করেছিলেন বহু পর্যটক।
advertisement
5/6
তবে রাজ্য সরকার বিধিনিষেধ লাগু করতেই দার্জিলিংয়ের প্রশাসন নড়চড়ে বসে। ম্যালে ভিড় করতে দেয়নি পুলিশ। কেউ মাস্ক না পরলে তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছিল। তবে তাতেও শেষরক্ষা হল না।
advertisement
6/6
দার্জিলিংয়ে জায়গায় জায়গায় মাইক্রো কনটেইনমেন্ট জোন করা হয়েছিল। মাস্ক না পরায় অনেককেই গ্রেফতার করেছিল পুলিশ।