Bengal Safari Park: মায়ের কামড়েই শেষ তিন শাবক! শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে মর্মান্তিক ঘটনা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
এর আগে ২০২৩ সালেও একই ভাবে সাদা বাঘ কিকার দুই শাবকের মৃত্যু হয়৷ ফের তিন ব্যাঘ্র শাবকের মৃত্যুতে সাফারি পার্ক কর্তৃপক্ষের ভূমিকাও প্রশ্নের মুখে৷
advertisement
1/5

গত সপ্তাহেই শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে সুখবর এসেছিল৷ একসঙ্গে তিনটি শাবকের জন্ম দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার রিকা৷
advertisement
2/5
কিন্তু দু দিন কাটতে না কাটতেই ঘটে গেল দুর্ঘটনা৷ মায়ের অসাবধানতায় সদ্য জন্মানো তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার শাবকেরই একসঙ্গে মৃত্যু হল৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বেঙ্গল সাফারি পার্কে৷
advertisement
3/5
সাফারি পার্ক সূত্রে খবর, খাঁচার ভিতরের নাইট শেল্টারে তিন শাবককে অন্যত্র সরানোর চেষ্টা করে মা বাঘ রিকা৷ তখন মায়ের দাঁতের কামড়ে তিনটি শাবকেরই ঘাড়ে ক্ষত তৈরি হয়, ফুটো হয়ে যায় শ্বাসনালী৷ যার জেরে মারা যায় তিনটি শাবকই৷
advertisement
4/5
এর আগে ২০২৩ সালেও একই ভাবে সাদা বাঘ কিকার দুই শাবকের মৃত্যু হয়৷ ফের তিন ব্যাঘ্র শাবকের মৃত্যুতে সাফারি পার্ক কর্তৃপক্ষের ভূমিকাও প্রশ্নের মুখে৷
advertisement
5/5
যদিও এই ঘটনার পরই মুখে কুলুপ এঁটেছেন সাফারি পার্ক কর্তৃপক্ষ৷ বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছেন বন দফতরের কর্তারাও৷