Accident: প্রাতঃভ্রমণে বেরিয়ে সব শেষ, রাস্তার উপরে ছিটকে পড়ল পর পর দেহ! মালদহে মৃত ৩
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sebak Deb Sarma
Last Updated:
প্রতিদিনের মতো এ দিনও কাকভোরে তুলসিহাটা গ্রামের পাঁচজন বাসিন্দা ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন।
advertisement
1/7

প্রাতঃভ্রমণে বেরিয়ে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিন জনের। জখম চালক সহ আরও দুই। শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পাঁচটা নাগাদ মালদহের হরিশ্চন্দ্রপুরগামী ৩১ নম্বর জাতীয় সড়কে কাবুয়ারোড এলাকায়।
advertisement
2/7
মৃত তিন ব্যক্তির নাম দিলীপ সাহা( ৪৯) সুরেশ খৈতান( ৬০) এবং ফেকনলাল রাম (৬৫)। আহত হয়েছেন মৃত দিলীপ সাহার স্ত্রী শ্রাবণী সাহা (৪০) ও শংকরপদ কর্মকার (৪৩) নামে দু জন।
advertisement
3/7
মৃত প্রত্যেকের বাড়ি হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায়। মৃতদের মধ্যে সুরেশ খৈতান পেশায় চিকিৎসক৷ পাশাপাশি দুর্ঘটনায় গুরুতর জখম পিকআপ ভ্যান চালক মহম্মদ হেলালও (৪০)। তাঁর বাড়ি চাঁচলের বিষ্টপুর এলাকায়।
advertisement
4/7
জানা গিয়েছে, প্রতিদিনের মতো এ দিনও কাকভোরে তুলসিহাটা গ্রামের পাঁচজন বাসিন্দা ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। তাঁরা কালী মন্দিরের সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে ব্যায়াম করছিলেন। সেই সময় তুলসিহাটার দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা পিকআপ ভ্যান পিছন থেকে এসে তিনজনকে সজোড়ে ধাক্কা মারে।
advertisement
5/7
প্রাতঃভ্রমণকারীদের ধাক্কা মারার পরই রাস্তার ধারে খালে পরে যায় গাড়িটি। ধাক্কার জেরে রাস্তা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে দেহ। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
advertisement
6/7
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান হয়৷ দেহগুলি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।
advertisement
7/7
পিক আপ ভ্যানটি আটক করা হয়েছে। গাড়ি চালককে আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে