Weekend Gateaway: মন ভাল করার দাওয়াই এই গ্রাম! এখানে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনিও
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
এই গ্রামের সূর্যোদয়ের রঙে যেমন অপরূপ লাগে বরফের পাহাড়গুলিকে, তেমনই সূর্যাস্তের কমলা আলো এক অপার্থিব মায়ার পরিবেশ তৈরি করে।
advertisement
1/6

দার্জিলিং: দাওয়াইপানি। দার্জিলিং থেকে মেরেকেটে ২০ কিমি দূরত্ব। এই গ্রামের জলের নাকি ওষধি গুণ রয়েছে। আর সেই নামেই নাম দাওয়াইপানি।
advertisement
2/6
কথিত আছে ব্রিটিশ পিরিয়ডে এখানকার জলকে নাকি ওষুধ হিসাবে ব্যবহার করা হত। আর সেই থেকেই এই জায়গার নাম দাওয়াইপানি।
advertisement
3/6
আকাশ জুড়ে কাঞ্চনজঙ্ঘার ক্যানভাস। আর চারপাশে পাইনের জঙ্গল। তার মাঝ দিয়ে পাহাড়ি রাস্তা। একপাশে সবুজে সবুজ চা বাগান। দুদিন থাকলে মন ভালো হবেই।
advertisement
4/6
অত্যন্ত নিরিবিলি এই গ্রাম। পাহাড়ের কোলে আর পাঁচটা গ্রাম যেমন হয় তার থেকেও যেন আরও সুন্দর।এখানে একাধিক হোমস্টে গড়ে উঠেছে।
advertisement
5/6
এখান থেকে দার্জিলিং দার্জিলিং জু, টাইগার হিল যেতে পারেন। আবার এখান থেকে লামাহাট্টা, পেশক তিনচুলে, রংলিরংলিয়ট যাওয়ার ব্যবস্থা রয়েছে।
advertisement
6/6
এনজেপি বা বাগডোগরা থেকে সরাসরি ভাড়া করা গাড়িতে দাওয়াইপানি আসা যায়। এখানে থাকার জন্য প্রচুর হোম স্টে রয়েছে। থাকা ও খাওয়া খরচ ১৫০০ থেকে ২০০০ টাকা।